সিনেমার দৃশ্যে আবির ও জয়া আহসান
নেদারল্যান্ডসের রটারড্যাম চলচ্চিত্র উৎসবে জায়গা করে নিয়েছে জয়ার টালিউড সিনেমা ‘পুতুল নাচের ইতিকথা’। আজ দুপুরের নিজের ফেসবুক আইডিতে এসংক্রান্ত একটি পোস্ট করেছেন এই অভিনেত্রী। তিনি লেখেন, “‘পুতুলনাচের ইতিকথা’ – রটারড্যাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিগ স্ক্রিন প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত। ছবিটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে এই গুরুত্বপূর্ণ উৎসবে।
আন্তর্জাতিক স্তরে এই ছবির যাত্রা যে এভাবে শুরু হবে, এটা ছিল আমাদের কল্পনাতীত। মানিক বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী উপন্যাসকে ভিত্তি করে এই ছবি পরিচালনা করেছেন সুমন মুখোপাধ্যায়। এই ছবির সঙ্গে যুক্ত সমস্ত অভিনেত্রী-অভিনেতা, কলাকুশলীদের জানাই অভিনন্দন।”
জানা গেছে, আগামী ৩০ জানুয়ারি থেকে শুরু হবে রটারড্যাম চলচ্চিত্র উৎসব।
এতে বিগ স্ক্রিন প্রতিযোগিতা বিভাগে লড়বে পুতুল নাচের ইতিকথা। ত্রিশের দশকের শেষের দিক থেকে চল্লিশের দশকের শুরু পর্যন্ত সময়টা উঠে আসবে ‘পুতুল নাচের ইতিকথা’ সিনেমায়। মূল উপন্যাসে সময়টা আরো পেছনে ছিল। দর্শকের সামনে গল্পটা সহজবোধ্য করার জন্য খানিকটা এগিয়ে এনেছেন পরিচালক সুমন।
এতে জয়া অভিনয় করেছেন কুসুম চরিত্রে। শশী চরিত্রে আবীর চট্টোপাধ্যায়। বিশেষ চরিত্রে দেখা যাবে পরমব্রত চট্টোপাধ্যায় ও অনন্যা চট্টোপাধ্যায়কে।
উল্লেখ্য, ২০২২ সালে শুরু হয়েছিল ‘পুতুল নাচের ইতিকথা’ সিনেমার শুটিং। ২০২৫ সালের মে মাসে মানিক বন্দ্যোপাধ্যায়ের জন্মবার্ষিকী উপলক্ষে সিনেমাটি পশ্চিমবঙ্গে মুক্তি পাবে বলে জানিয়েছেন নির্মাতা।