উপস্থাপিকা মাহা ও চুক্তিস্বাক্ষর আয়োজন।
এই সময়ের ব্যস্ত উপস্থাপিকা মাহমুদা মাহা। টিভিসি ও অভিসিতেও দেখা যায় তাকে। পাশাপাশি করেন অভিনয়। বছরের শেষে দিলেন দারুণ খবর।
বলা যায় তার সাফল্যের মুকুটে যুক্ত হলো নতুন পালক। দেশের জনপ্রিয় ব্র্যান্ড ওয়েলফুডের শুভেচ্ছাদূত হিসেবে যুক্ত হয়েছেন তিনি। গতকাল মঙ্গলবার রাজধানীর একটি রেস্টুরেন্টে মাহার সাথে কর্তৃপক্ষের চুক্তি স্বাক্ষর সম্পাদন করা হয়। আগামী এক বছর ওয়েলফুডের পণ্যের প্রচারে ভূমিকা পালন করবেন মাহা।
চুক্তি স্বাক্ষর শেষে মাহা বলেন, ‘এটি দেশের অত্যন্ত জনপ্রিয় একটি ব্র্যান্ড। আমি নিজেও তাদের পণ্যের একজন ক্রেতা। এমন একটি প্রতিষ্ঠানের শুভেচ্ছাদূত হতে পেরে আনন্দিত। আগামী এক বছর বিভিন্ন পণ্যের প্রচারণায় অংশগ্রহণ করব।
যার মধ্যে রয়েছে বিভিন্ন মাধ্যমের বিজ্ঞাপনচিত্র। তাদের প্রতিনিধি হিসেবে কাজ করব। আশা করছি, আমার মাধ্যমে দেশের মানুষের আরো কাছে পৌঁছাতে পারবে ওয়েলফুড।’
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়েলফুডের পরিচালক সৈয়দ জাবির হাসান, মানবসম্পদ বিভাগের প্রধান শামীমা সুলতানা ও সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগের প্রধান সাব্বির শাহাবুদ্দীন।