শাকিব খান
ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের সিনেমার দর্শন বদলে গেছে এখন। ছবির ধরন, গল্প, লোকেশন সবটাই যাচাই করে কাজে হাত দেন অভিনেতা। প্রিয়তমা, তুফান, দরদের পর এবার ভিন্ন আরেক ধামাকা নিয়ে এলেন শাকিব খান। আসছে তার ‘বরবাদ’।
বুধবার (১৮ ডিসেম্বর) ‘বরবাদ’-এর ফার্স্ট লুক প্রকাশ্যে এসেছে। রাজধানীর এক হোটেলে আয়োজিত অনুষ্ঠানে ‘বরবাদ’র ফার্স্ট লুক প্রকাশ করা হয়।
অনুষ্ঠানে ছবিটির মোশন পোস্টার উন্মোচন করা হয়। পোস্টারে দেখা যায়, নিউ লুকে বিলাসবহুল রোলস রয়েস গাড়িতে সামনে অ্যাকশন মুডে বসে আছেন শাকিব।
তার হাতে পিস্তল। চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে রক্ত। তার আগে দেখা যায় শহরজুড়ে ধ্বংসজজ্ঞের আভাস। সবকিছু লন্ডভন্ড করে বেরিয়ে আসে আগুনে কুণ্ডলী।মাদককাণ্ডে ফেঁসে যাচ্ছেন শীর্ষ তিন অভিনেত্রীআরো পড়ুন
ভয়ংকর মাদকে আসক্ত তিশা-টয়া-সাফা ও সুনিধি, সাংকেতিক অক্ষরে চলে কেনাবেচা
সিনেমাটির সঙ্গে যুক্ত হওয়া নিয়ে শাকিব খান বলেন, ‘এই সিনেমার নির্মাতা মেহেদী হাসান হৃদয় ‘বরবাদ’-এর জন্য আমাকে নির্বাচন করেছেন। যার জন্য তাকে ধন্যবাদ। কারণ আমি তার বিষয়ে জানতে পারি, যে নাটকের একজন নির্মাতা আমাকে নিয়ে কাজ করতে চায়। এরপর আমার সঙ্গে অনেকবার যোগাযোগ করার চেষ্টা করে। কিন্তু ব্যস্ততার কারণে আমার সময় হচ্ছিল না।
তার আগ্রহ দেখে আমি ব্যস্ততার মাঝেই তাকে এক দিন ডাকি। এরপর বলি তোমার সময় মাত্র ১৫ মিনিট। তুমি শুধু লাইনআপ বলো, বাকিটা আমি বুঝে নেব। তারপর ১৫ মিনিট শেষ হয়ে মিটিং আরও দীর্ঘ হয়, এর পরই সিদ্ধান্ত নিই বরবাদ করার।’
‘বরবাদ’ নিয়ে নিজের প্রত্যাশার কথা বলে শাকিব আরও বলেন, ‘বরবাদ, ফিল্ম ইন্ডাস্ট্রিতে এক নতুন ইতিহাস রচনা করবে আমি মনে করি। এই ছবিটি সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকে, একটি গ্র্যান্ড সেটিংয়ে তৈরি করা হয়েছে, যাতে প্রত্যেক কলাকুশলী মুন্সিয়ানার ছাপ রেখেছেন। আমি প্রত্যাশা করছি বরবাদ শুধু দেশে নয়, দেশের বাইরে বাংলা ভাষায় কথা বলা সবার মন জয় করবে। আমার প্রত্যাশা আয়ের দিক থেকে এটি শতকোটির ক্লাবে প্রবেশ করবে।’
সিনেমাটি পরিচালনা করেছেন মেহেদী হাসান হৃদয়। এর শুটিং শুরু হয়েছিল গত ২০ অক্টোবর। মুম্বাইতে এ ছবির বেশিরভাগ শুটিং সম্পন্ন হয়েছে। শাকিব খান ছাড়াও এতে অভিনয় করছেন ইধিকা পাল, যিশু সেনগুপ্ত, মানব সচদেব, মিশা সওদাগরসহ আরও অনেকে। ছবির একটি আইটেম গানে পারফর্ম করছেন পশ্চিমবঙ্গের নায়িকা নুসরাত জাহান। ২০২৫ সালের রোজার ঈদে বাংলাদেশসহ বিশ্বব্যাপী মুক্তি পাবে সিনেমাটি।