ফাইল ছবি
চলছে পৌষ মাস। কমবেশি শীত অনুভূত হচ্ছে সারা দেশেই। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত অনেক অঞ্চলেই দেখা মিলছে কুয়াশার। এমন পরিস্থিতিতেই দেশের সাত বিভাগের জন্য বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর।
অধিদপ্তর বলছে, আগামী শুক্রবার থেকে দুই-তিন দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হতে পারে। এতে দিনের তাপমাত্রা কমে শীতের অনুভূতিও বাড়তে পারে।
আবহাওয়া অধিদপ্তর আজ বুধবার জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় একটি সুস্পষ্ট লঘুচাপ অবস্থান করছে। মূলত এর প্রভাবেই রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও আগামীকাল সকাল ৬টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত মাঝারি (ঘণ্টায় ১১ থেকে ২২ মিলিমিটার) থেকে ভারি (৪৪ থেকে ৮৮ মিলিমিটার) বর্ষণ হতে পারে।
এ বিষয়ে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক কালের কণ্ঠকে বলেন, ‘সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে ২০ ডিসেম্বর (শুক্রবার) দেশের কোনো কোনো অঞ্চলে বৃষ্টি হতে পারে। তবে বৃষ্টি মূলত বেশি হতে পারে ২১ ডিসেম্বর (শনিবার)। ২২ ডিসেম্বরও বৃষ্টি হতে পারে। এরপরও আকাশ মেঘলা থাকতে পারে।
২৪ ডিসেম্বর আবার কিছুটা বৃষ্টি হতে পারে, নাও হতে পারে।’
এ সময় সূর্যের আলোর প্রাপ্যতা কমে যাওয়া দিনের তাপমাত্রা কমে যেতে পারে বলে জানান ওমর ফারুক। ফলে মানুষের মধ্যে শীতের অনুভূতি বাড়তে পারে। তবে শৈত্যপ্রবাহের তেমন আশঙ্কা নেই।
ওমর ফারুক জানান, দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টিপাতের তীব্রতা বেশি থাকতে পারে।
ঢাকাসহ দেশের মধ্যাঞ্চলেও বৃষ্টি থাকবে। তবে দেশের উত্তরে বৃষ্টি তুলনামূলক কম থাকতে পারে। বৃষ্টির পর ২৭ ডিসেম্বর থেকে আবার তাপমাত্রা কমতে পারে। তখন শীতের তীব্রতাও বাড়তে পারে। এ সময় দেশের কোনো কোনো অঞ্চলের ওপর দিয়ে শৈত্যপ্রবাহও বয়ে যেতে পারে।
এদিকে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে আজ। দিনের তাপমাত্রা কিছুটা কমলেও প্রায় অপরিবর্তিত থাকতে পারে রাতের তাপমাত্রা। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে।
আগামী শুক্রবার খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে এদিন দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে। তবে সামান্য বাড়তে পারে রাতের তাপমাত্রা। পরদিন শনিবার বৃষ্টি ছড়াতে পারে দেশের সাত বিভাগে। রংপুর ছাড়া বাকি বিভাগগুলোর কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দিনের তাপমাত্রা কমতে পারে দুই থেকে তিন ডিগ্রি।
আবহাওয়া অধিদপ্তরের জানিয়েছে, বুধবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, ৮.৮ ডিগ্রি। ঢাকায় এ সময় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৭ ডিগ্রি সেলসিয়াস।