ফাইল ছবি
বঙ্গোপসাগরে থাকা সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে আজ শনিবার দেশের উপকূলীয় অঞ্চলসহ কোনো কোনো অঞ্চলে বৃষ্টি হতে পারে শনিবার। এতে কিছুটা কমতে পারে দিন ও রাতের তাপমাত্রা। ফলে দিনের বেলা শীতের অনুভূতি কিছুটা বাড়তে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।
এ বিষয়ে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির শুক্রবার রাতে কালের কণ্ঠকে বলেন, ‘উপকূলে ইতোমধ্যে কিছু মেঘ চলে এসেছে।
উপকূলীয় অঞ্চল অর্থাত্ খুলনা, বরিশাল ও চট্টগ্রামে কিছু বৃষ্টি হবে কাল (শনিবার)। বৃষ্টির সময় দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে। এতে শীত কিছুটা বেশি অনুভূত হতে পারে। পরদিন রবিবার আকাশ তুলনামূলক পরিষ্কার থাকতে পারে।২৪ বা ২৫ ডিসেম্বর আবার হালকা বা গুঁড়িগুঁড়ি বৃষ্টি হতে পারে।’
২৫ ডিসেম্বরের পর তাপমাত্রা কমে শীত খানিকটা তীব্র হতে পারে বলে জানান তরিফুল নেওয়াজ। এ সময় দেশের কোনো কোনো অঞ্চলে শৈত্যপ্রবাহও হতে পারে বলে জানান তিনি।
হাসান আরিফের মৃত্যুর কারণ জানাল ল্যাবএইড, মৃত অবস্থায় আনা হয় হাসপাতালে
এদিকে শীতকালের বৃষ্টি কৃষকদের জন্য দুশ্চিন্ত্মার কারণ হতে পারে বলে জানান আবহাওয়াবিদরা।
তবে তরিফুল নেওয়াজ জানান, প্রথমে যেমনটা আশঙ্কা করা হয়েছিল বৃষ্টি ততটা বেশি হবে না। শীতকালের বৃষ্টি এমনিতেই একটু উদ্বেগজনক। কারণ এ সময় বৃষ্টি বেশি হলে তা আলু , টমেটো, পেঁয়াজসহ শীতকালীন শস্যের জন্য ক্ষতির কারণ হতে পারে।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, শনিবার খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের দুই-এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা ব্জ্রবৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যান্য অঞ্চলে অস্থায়ীভবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে।
রবিবার খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুই-এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও কিছুটা কমতে পারে রাতের তাপমাত্রা।
আবহাওয়া অধিদপ্তরের জানিয়েছে, শুক্রবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, ১০.৭ ডিগ্রি। ঢাকায় এ সময় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৬ ডিগ্রি সেলসিয়াস।