চলচ্চিত্রের কয়েকজন ছাড়া সবাই দুরবস্থার মধ্যে আছেন: ববিতা

ববিতা

বাংলাদেশের কিংবদন্তি চলচ্চিত্র অভিনেত্রী ফরিদা আক্তার পপি ববিতা জানিয়েছেন, বর্তমানে চলচ্চিত্র অঙ্গনের অধিকাংশ মানুষ দুরবস্থার মধ্যে আছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, চলচ্চিত্রের মানুষের সঙ্গে বর্তমানে আমার তেমন যোগাযোগ হয় না। তবে অনুমান করতে পারি, কয়েকজন ছাড়া সবাই আজ সংকটের মধ্য দিয়ে যাচ্ছেন।

ববিতা উল্লেখ করেন, একসময় দেশে সিনেমা হলের সংখ্যা হাজার ছাড়িয়ে গিয়েছিল।

কিন্তু ২০০০ সালের পর থেকে হলের সংখ্যা ধীরে ধীরে কমতে শুরু করে। বর্তমানে কতটি সিনেমা হল টিকে আছে, তা হল মালিকরাই ভালো জানেন বলে মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, আমার কাছে মাঝেমধ্যে দু-একটি ছবিতে অভিনয়ের প্রস্তাব আসে। কিন্তু সেগুলোর গল্প শুনে আর অভিনয়ের ইচ্ছা হয় না।বিশ্বের অন্যান্য দেশে সিনিয়রদের কেন্দ্র করে সিনেমা নির্মাণ করা হয় এবং সেগুলো ভালোই চলে। কিন্তু আমাদের দেশে এমন কোনো উদ্যোগ দেখা যায় না।

চলচ্চিত্রের সাম্প্রতিক অবস্থা সম্পর্কে তিনি বলেন, আজ পর্যন্ত আমাদের মধ্যে একতাই তৈরি হয়নি। সবাই যার যার মতো ছবি নির্মাণ করছেন।

কিছু ছবি সফল হলেও বেশিরভাগই ব্যর্থ হচ্ছে।

ববিতা স্মরণ করেন, তাদের সময়ে জহির রায়হান, আমজাদ হোসেন, নারায়ণ ঘোষ মিতা এবং সুভাষ দত্তের মতো মেধাবী নির্মাতারা ছিলেন, যারা চলচ্চিত্রে সোনালি অধ্যায় রচনা করেছিলেন। তিনি বলেন, এখন সেই ধরনের মেধাবী নির্মাতা কোথায়? শাকিব খানের পর এমন আর একজন তারকার নাম বলুন, যার স্টারডমে মানুষ সিনেমা দেখতে যাবে।

তিনি মনে করেন, বর্তমান চলচ্চিত্রের এই ভগ্নদশা এক দিনে হয়নি। চলচ্চিত্র সংশ্লিষ্টরা প্রথম থেকেই সচেতন না থাকার ফলেই আজকের এই পরিস্থিতি তৈরি হয়েছে।

তবে ববিতা আশাবাদী, বাংলাদেশের চলচ্চিত্র ঘুরে দাঁড়াবে এবং সুদিন ফিরে আসবে। তিনি বলেন, জানি না, আমি সেই সুদিন দেখে যেতে পারব কি না, তবে আমার বিশ্বাস, ধ্বংসের দ্বারপ্রান্ত থেকেই নতুন করে সব শুরু হবে।

চলচ্চিত্রপ্রেমীদের জন্য এটি এক ধরনের আশার বাণী, যা হয়তো চলচ্চিত্রের নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করতে পারে।
 

LEAVE A REPLY