ফ্রান্সের উচ্চগতির ট্রেন। ফাইল ছবি : এএফপি
একজন ট্রেনচালকের আত্মহননের ঘটনায় ফ্রান্সজুড়ে রেল চলাচলে বড় ধরনের বিলম্ব ঘটেছে। দেশটির রেল অপারেটর এসএনসিএফ বুধবার এ তথ্য জানিয়েছে।
মঙ্গলবার থেকে শুরু হওয়া এই বিলম্বের কারণে প্যারিস ও দক্ষিণ-পূর্ব ফ্রান্সের মধ্যে প্রায় তিন হাজার যাত্রী ভোগান্তিতে পড়েছে। বিলম্ব বুধবার পর্যন্ত গড়িয়েছে।
ক্রিসমাসের আগের দিনকে ভ্রমণের জন্য ব্যস্ত সময় হিসেবে ধরা হয়। সেদিন ১০টি উচ্চগতির ট্রেনের যাত্রা পাঁচ ঘণ্টা পর্যন্ত বিলম্বিত হয়। প্যারিসের দক্ষিণ-পূর্বে মেলুনের প্রসিকিউটর অফিস জানিয়েছে, ওই চালক চলন্ত ট্রেন থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। পরে রেললাইনের পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
আরো পড়ুন

সময়মতো পৌঁছতে ১ ঘণ্টা আগেই ছাড়ল ট্রেন, বিপাকে যাত্রীরা
ট্রেনে চালক ছাড়া নিয়ন্ত্রণব্যবস্থা চালু না থাকায় স্বয়ংক্রিয় জরুরি প্রক্রিয়া শুরু হয় এবং ট্রেনটি থেমে যায় বলে প্রসিকিউটর অফিস জানিয়েছে। এ ঘটনায় একটি তদন্ত চলছে।
অন্যদিকে এসএনসিএফ চালকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেছে, তিনি ‘চলন্ত ট্রেন থেকে লাফিয়ে আত্মহত্যা করেছেন’। তবে ট্রেনের যাত্রীদের নিরাপত্তা বা রেল নেটওয়ার্কের অন্য কোনো পরিষেবায় কোনো হুমকি ছিল না বলে প্রতিষ্ঠানটি জানিয়েছে।
এদিকে বুধবার রেল চলাচল ‘ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে’ বলে এসএনসিএফ জানায়। তবে আরো কিছু বিলম্ব হতে পারে বলেও সতর্ক করেছে তারা।
সূত্র : এএফপি