বিপিএলে ছন্দে ফিরবেন লিটন মনে করেন সুজন। ছবি : ক্রিকইনফো
অধিনায়ক হিসেবে বাংলাদেশকে সাফল্য এনে দিলেও ব্যাট হাতে নেতৃত্ব দিতে ব্যর্থ লিটন দাস। শুধু ওয়েস্ট ইন্ডিজ সিরিজেই নয়, আরো আগ থেকেই নিজেকে হারিয়ে খুঁজছেন বাংলাদেশের উইকেটরক্ষক-ব্যাটার।
নিজেকে ফিরে পেতে বিপিএলকে পাখির চোখ করতে পারেন লিটন। ঢাকা ক্যাপিটালসের ওপেনার টুর্নামেন্টের লক্ষ্য নিয়ে এখন পর্যন্ত কিছু না বললেও তার গুরু খালেদ মাহমুদ সুজন জানিয়েছেন, লিটন ফিরবেন লিটন হয়েই।
আজ মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ঢাকার অনুশীলন শেষে শিষ্যর ছন্দে ফেরা নিয়ে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন সুজন।
সুজন বলেছেন, ‘ফর্ম ইজ টেম্পোরারি, ক্লাস ইজ পার্মানেন্ট। লিটন ক্লাস প্লেয়ার। অবশ্যই ওর ঘুরে দাঁড়ানোর সামর্থ্য আছে বলে মনে করি।
সে একাই ম্যাচ জেতানো খেলোয়াড়। বিশ্বাস করি, ওর ভালো সময় এবার আমাদের সঙ্গী হবে। সে ব্যাটিংয়ে আমাদের প্রধান শক্তি।’
লিটন তার খারাপ সময় ওয়েস্ট ইন্ডিজে ফেলে এসেছেন বলে জানিয়েছেন সুজন।
ঢাকা ক্যাপিটালসের কোচ বলেছেন, ‘মনে করি, লিটনের যত খারাপ সময় সেটা সে ওয়েস্ট ইন্ডিজে ফেলে এসেছে। এখন ভালো সময়ে ফিরবে ইনশাআল্লাহ। এমন নয় যে তার সোনালি সময় শেষ হয়ে গেছে। হয়তো সেরাটা আসার এখনো বাকি আছে।’
শুধু লিটনকে নিয়েই নয়, সাকিব আল হাসানকে নিয়েও কথা বলেছেন সুজন।
তার মতে, এবারের বিপিএলে সাকিব খেলতে পারবেন না। তিনি বলেছেন, ‘আমার মনে হয় দেশের সবচেয়ে বড় খেলোয়াড় বিপিএল খেলতে পারবে না। এতে অনেক খেলোয়াড় হয়তো হতাশ, সবাই মাইকের সামনে বলতেও পারে না। কিন্তু আমি মনে করি সব খেলোয়াড়ের সঙ্গেই সাকিবের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। সাকিব সব সময় সমর্থন করে, সহায়তা করে সবাইকেই। খারাপ লাগছে আর কি এটাই।’
সাকিবের খেলতে না পারা এক রকম বাংলাদেশের জন্য ব্যর্থতার বলে মনে করেন সুজন। তিনি বলেছেন, ‘কোনো সন্দেহ নেই। বাংলাদেশের সেরা ক্রিকেটার সাকিব। বিশ্বের এক নম্বর ক্রিকেটার। সাকিব সারা জীবন ক্রিকেট খেলবে না, এটা সত্যি কথা। তবে সে যত দিন খেলে যাচ্ছে, এই সময়ে বাংলাদেশের ক্রিকেট খেলতে পারছে না, এটা আমাদের জন্য একটা ব্যর্থতা বলে মনে করি।’