‘শাকিব খানের সঙ্গে অভিনয়ের বিষয়ে আমি তো কিছু বলতে পারি না’

নাজনীন নাহার নীহা

এই সময়ের মডেল ও অভিনেত্রী নাজনীন নাহার নীহা। আগে থেকে মডেলিং শুরু করলেও বছর খানেকের বেশি সময় ধরে নাটকে অভিনয় করছেন। শোনা যাচ্ছে চলচ্চিত্রেও পা রাখতে যাচ্ছেন তিনি। এসব নিয়ে কথা বলেছেন কালের কন্ঠের সঙ্গে।

কোথায় আছেন এবং কেমন আছেন?

আমি ভালো আছি। আপাতত বাসায় আছি। পরশুদিন শুটিং এ ছিলাম। একটা নতুন প্রজেক্টে কাজ করলাম।

এখনই সবকিছু বলা যাচ্ছে না। তবে সামনেই সবাই কাজটা দেখবেন।

আপনি নিয়মিত কাজ করছেন?

ঠিক নিয়মিত না। আমার কাজের বয়স এক বছরের কিছুটা বেশি।

মাত্র ১১ টা নাটক প্রচার হয়েছে। আরও কথা হচ্ছে। কিন্তু এরমধ্যে আমার পরিবার থেকে শর্ত দিয়েছে। মাসে একটা নাটক করতে পারবো।

এমন শর্তের কারণ কী?

কারণ শুটিং করতে গিয়ে পড়াশোনা হচ্ছিলো না।

পড়াশোনা নিয়মিত করতে হচ্ছে। এ কারণেই কাজ কম করা হবে।

কিসে পড়ছেন?

আমি বিবিএ তে ভর্তি হয়েছি। ১ম সেমিস্টার চলছে।

আপনার কাজগুলো যখন প্রচার হয়, বাসার মানুষ নিশ্চয় দেখেন, তাদের মন্তব্য কী?

তারা খুবই খুশী হন। তবে বাবা একটু ভুল ধরেন। মা খুব ভালো বলেন। ছোটবোনও খুশী হয়।

আপনার কেমন লাগে?

খুব লজ্জা লাগে। আমি দেখি আর আমার ভুল বের করি। মনে হয়, এটা ঠিক করা যেতো, সামনের কাজে এটা ঠিক করতে হবে । পরেরবার ভালোমতো করবো এসব মনে হয়।

আপনি তো মঞ্চে কাজ করেননি। অভিনয়ের সঙ্গে সেরকম যোগাযোগ ছিল না। কাজ করতে গিয়ে সমস্যা হচ্ছে না?

একটু-আধটু তো হয়ই। আগে বেশি কঠিন মনে হতো, এখন একটু কম। এখন সবার কাছ থেকে শিখছি। কাজের সঙ্গে সম্পর্ক তৈরি হচ্ছে। সমস্যাগুলো কাটিয়ে উঠবো আশা করছি।

সামাজিক মাধ্যমে একটা বিষয় চোখে পড়ছে, আপনি শাকিব খানের বিপরীতে কোনো একটা সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন। কতটা সত্য?

এ বিষয়ে আমি আসলে কিছুই জানিনা। আপাতত আমি সিনেমা করছি না। নাটকে কাজ করছি, এটাই করতে চাই। যখন করবো সবাই জানতে পারবেন। আমার মনে হয় আমি এখনো প্রস্তত না।

শাকিব খানের সঙ্গে অভিনয়ের ইচ্ছে আছে?

কেন থাকবে না, উনি এত বড় অভিনেতা! ওনার সঙ্গে কাজ করতে পারলে ভালো লাগবে। তবে শাকিব খানের সঙ্গে অভিনয়ের বিষয়ে আমি তো কিছু বলতে পারি না। এটা সংশ্লিষ্ট পরিচালক ও প্রযোজক চুড়ান্ত করবেন।

LEAVE A REPLY