শামি-সানিয়ার সম্পর্ক নিয়ে ফ্যাক্টচেকে যা জানা গেল

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতীয় পেসার মোহাম্মদ শামি ও টেনিস তারকা সানিয়া মির্জার একান্ত মুহূর্তের বেশ কিছু ছবি ভাইরাল হয়েছে। ছবিতে দেখা যাচ্ছে দুজন দুবাইতে সময় কাটাচ্ছেন, আবার কখনো তুষারপাতের মাঝে কাশ্মিরে একসঙ্গে রয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে নেটিজেনরা একেক ধরণের মন্তব্য করছেন। কেউ লিখছেন, দুজন ডেট করছেন, আবার কেউ বলছেন, তারা প্রেমে মজেছেন।

1

ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা ও পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিকের বিচ্ছেদের পর তিনি বর্তমানে সিঙ্গেল। অন্যদিকে, ভারতীয় ক্রিকেটার মোহাম্মদ শামি তার স্ত্রী হাসিন জাহানের সঙ্গে বিচ্ছেদের পর সেও সিঙ্গেল।  

সামাজিক যোগাযোগ মাধ্যমে যখন এমন সব ছবি ভাইরাল তখন প্রশ্ন উঠছে, আদতেই কি শামি-সানিয়া কোনো সম্পর্কে রয়েছেন? 

তবে এই গুঞ্জনের বিষয়ে শামি ও সানিয়া কেউই কোনো বক্তব্য দেননি। তাদের ফেসবুক বা অন্য কোনো সোশ্যাল মিডিয়া প্রোফাইলেও এ ধরনের তথ্য বা ইঙ্গিত পাওয়া যায়নি।

ভাইরাল হওয়া ছবিগুলো যাচাই করে দেখা গেছে, সেগুলোর কোনো বাস্তব ভিত্তি নেই। সেগুলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই জেনারেটেড। কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে এসব ছবি বানানো হয়েছে।

মূলত কিছু ভারতীয় ক্রিকেট সংক্রান্ত ফেসবুক পেজ থেকে এসব ছবি ছড়ানো হয়েছে।

এর আগেও এসব পেজ থেকে বিভিন্ন ভারতীয় ক্রিকেটার ও সেলিব্রেটি নিয়ে এআই-তৈরি ছবি ভাইরাল হয়েছে।  

এর আগেও চলতি বছরের মাঝামাঝি শামি ও সানিয়ার সম্পর্ক নিয়ে গুঞ্জন ছড়ায়। তবে সানিয়ার বাবা তখনই এ ধরনের খবরকে ভিত্তিহীন বলে উড়িয়ে দেন।  

LEAVE A REPLY