আবারও ছুরি-কাঁচির নিচে যেতে হচ্ছে নেতানিয়াহুকে

বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি : এএফপি

মূত্রনালীর সংক্রমণে আক্রান্ত হয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। প্রোস্টেট গ্রন্থি বড় হয়ে যাওয়ায় তিনি এই সমস্যায় ভুগছেন। আজ রবিবার বর্ধিত প্রস্টেট গ্রন্থি অপসারনের জন্য তার অস্ত্রোপচার করা হবে বলে জানানো হয়েছে। নেতানিয়াহুর কার্যালয়ের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে সংবাদ সংস্থা এএফপি।

ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় এক বিবৃতিতে বলেছে, ‘নেতানিয়াহু গত বুধবার হাদাসাহ হাসপাতালে একটি পরীক্ষা করেন। সেই পরীক্ষায় জানা যায়, বর্ধিত প্রোস্টেট গ্রন্থির ফলে মূত্রনালীর সংক্রমণে ভুগছেন তিনি।’ বিবৃতিতে আরো বলা হয়, ‘এ কারণে রবিবার প্রধানমন্ত্রীর প্রোস্টেট গ্রন্থি অপসারণের জন্য অস্ত্রোপচার করা হবে।’

এর আগে গত মার্চ মাসে তার হার্নিয়ার অস্ত্রোপচার হয়েছিল।

এ ছাড়া গত বছরের জুলাই মাসে ডাক্তাররা তার হৃৎপিন্ডে পেসমেকার বসান।

গত ৭ অক্টোবরের পর থেকেই অবরুদ্ধ উপত্যকায় হামলা চালিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনী। ব্যাপক ক্ষয়ক্ষতি ও ধ্বংসযজ্ঞের পরও শিগগির এ যুদ্ধ নিরসনের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। ইসরায়েলি বাহিনীর টানা হামলায় এ পর্যন্ত নিহত হয়েছে ৪৫ হাজারের বেশি ফিলিস্তিনি এবং আহত হয়েছে ১ লাখের বেশি মানুষ।

এ ছাড়া গাজার ২০ লাখের বেশি বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছে।

সূত্র : এএফপি

LEAVE A REPLY