বাঁ থেকে ‘কারাতে কিড : লিজেন্ড’, ‘সুপারম্যান’ এবং ‘টোয়েন্টি এইট ইয়ারস লেটার’
বিদায় ২০২৪ সাল। আজ থেকে শুরু নতুন বছর। বিশ্বজুড়ে স্বাগত জানানো হয়েছে ২০২৫ সালকে। স্বাগত জানিয়েছে বিনোদন অঙ্গনও।
গত বছরটা বিনোদন অঙ্গনের জন্য ছিল হতাশার এক বছর। বছরজুড়ে সাফল্যের দেখা মিলেছে হাতে গোনা। হলিউডের মতো ইন্ডাস্ট্রিতে বক্স অফিসে জমাতে পারেনি প্রত্যাশিত চলচ্চিত্রগুলো। অ্যানিমেশন সিনেমার কল্যানে লাভের মুখ দেখেছে হলিউড।
অন্যদিকে থেকে বক্স অফিসে ব্যর্থ হয়েছে বহুল প্রত্যাশিত সিনেমাগুলো। তবে ব্যর্থতা কাটিয়ে নতুন বছরে বক্স অফিস রাঙানোর জন্য প্রস্তুত হলিউড। ২০২৫ সালে আরও বড় বাজেট, রোমাঞ্চকর কাহিনি এবং দৃষ্টিনন্দন ভিজ্যুয়াল ইফেক্টসের মাধ্যমে হলিউড নতুন উদ্যমে দর্শকদের মন জয় করতে চলেছে। এমনই ৫টি সিনেমা নিয়ে আজকের প্রতিবেদন যে সিনেমাগুলোর ওপরে সবচেয়ে বেশি নজর রাখছেন দর্শকরা।
সুপারম্যান
হলিউডের অন্যতম জনপ্রিয় সিনেমা ফ্রাঞ্চাইজি সুপারম্যান। যার দর্শক দুনিয়াজুড়ে। এখন পর্যন্ত এই সিরিজের ছয়টি সিনেমা মুক্তি পেয়েছে, এবার আসছে আরও একটি সিক্যুয়েল। নাম ‘সুপারম্যান’। জেমস গানের পরিচালনায় ২০২৫ সালের জুলাই মাসে মুক্তি পেতে চলেছে বহুল প্রতীক্ষিত এই সিনেমা।
তবে এ সিনেমায় প্রথমবারের মতো অভিনয় করতে চলেছেন ডেভিড করেনসওয়েট। এরই মধ্যে এর ট্রেলার ওয়ার্নার ব্রস পিকচার্সের ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে। দুই মিনিটের ট্রেইলারে দেখা গেছে, বাতাসে বরফ ঝড়, আকাশ থেকে হঠাৎ কী একটা যেন মাটিতে আছড়ে পড়েছে, এরপর হয় বিস্ফোরণ—তারপর বেরিয়ে আসে সুপারম্যানের চেহারা। এরপর তার নাক-মুখ দিয়ে ঝরতে থাকে রক্ত, নিঃশ্বাস নিতে থাকেন জোরে জোরে, এরপর শিস বাজান ডেভিড, তারপর ছুটে এসে তাকে জাগিয়ে তোলে ক্রিপ্টো বা ‘দ্য সুপার ডগ’।
ট্রেলারটি প্রকাশের পর ‘সুপারম্যান’ ভক্তদের মাঝে ব্যাপক উত্তেজনা দেখা যায়। এই সিনেমায় নতুন লুইস লেন হিসেবে র্যাচেল ব্রসনাহান এবং খলনায়ক লেক্স লুথার চরিত্রে ব্রিটিশ অভিনেতা নিকোলাস হল্ট কাজ করেছেন।
কারাতে কিড : লিজেন্ড
কুং ফু প্রেমী লি ফং তার বেইজিং শহরের বাড়ি থেকে বিতাড়িত হয়ে নিউ ইয়র্ক সিটিতে চলে আসে। এরপর সেখানে লির কোনো বন্ধুর জরুরি সাহায্য দরকার হলে সে কারাতে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এটা নজরে আসে কারাতে মাস্টার ডেনিয়েলের। এরপর তিনি তার সঙ্গে দেখা করেন এবং তাকে প্রশিক্ষণ দেওয়ার জন্য তিনি আরো একজন কারাতে মাস্টার মি. হ্যানকে নিয়োগ দেন। এরপর দুই শিক্ষককে একসঙ্গে লি ফংকে কারাতে শিক্ষা দিতে দেখা যায়।
সিনেমাটিতে অভিনয় করেছেন জ্যাকি চ্যান, রাল্ফ ম্যাকিও, বেন ওয়াংসহ আরও অনেকে। এটি মুক্তি পাবে ২০২৫ সালের ৩০ মে।
টোয়েন্টি এইট ইয়ার্স লেটার
যারা হরর এবং থ্রিলার ধাঁচের সিনেমা পছন্দ করেন এই সিনেমা তাদের জন্য। রেগ ভাইরাস থেকে বেঁচে যাওয়া একদল জীবিত মানুষ একটি ছোট দ্বীপে বসবাস শুরু করে। এরপর যখন দলের একজন দ্বীপ ছেড়ে মূল ভূখণ্ডে মিশনে যায়, তখন সে আবিষ্কার করে গোপনীয়তা, বিস্ময় এবং ভয়াবহতা, যা কেবল সংক্রমিতদেরই নয়, অন্যান্য বেঁচে থাকা মানুষদেরও পরিবর্তিত করেছে। এভাবেই এগিয়ে যায় সিনেমাটির কাহিনি।
ড্যানি বয়েলের পরিচালনায় এই সিনেমায় অভিনয় করেছেন অ্যারন টেলর-জনসন, জোডি কোমার ও সিলিয়ান মারফিসহ আরও অনেকে। এটি মুক্তি পাবে ২০২৫ সালের ২০ জুন।
দ্য ইলেকট্রিক স্টেট
অ্যান্থনি রুশো ও জো রুশোর পরিচালনায় এই সিনেমায় এক অনাথ কিশোরী তার ছোট ভাইয়ের সন্ধানে একটি মিষ্টি, কিন্তু রহস্যময় রোবট এবং একটি উদ্ভট ড্রিফটার নিয়ে আমেরিকার পশ্চিমে পাড়ি দেয় আর এভাবেই এগোতে থাকে সিনেমাটির কাহিনি।
এতে অভিনয় করেছেন ক্রিস প্র্যাট, মিলি ববি ব্রাউন, উডি হ্যারেলসনসহ আরও অনেকে। সিনেমাটি মুক্তি পাবে ২০২৫ সালের ১৪ মার্চ।
ডেথ অব এ ইউনিকর্ন
অ্যালেক্স শার্ফম্যান পরিচালিত ডার্ক কমেডির এই সিনেমায় দেখা যাবে এক বাবা-মেয়ের জুটিকে। যাদের নাম রাইলি এবং এলিয়ট। তারা চলার পথে তাদের গাড়ি দিয়ে একটি ইউনিকর্নকে আঘাত করে এবং সেটিকে একটি বিশাল ধনী ফার্মাসিউটিক্যাল সিইওর বন্যপ্রাণী পুনরুদ্ধার কেন্দ্রে নিয়ে আসে এবং এরপর ভয়ংকর ভাবে এগোতে থাকে সিনেমার কাহিনি।
এই চলচ্চিত্রে অভিনয় করেছেন জেনা ওর্তেগা, টে লিওনি ও উইল পোল্টারসহ আরও অনেকে। এটি মুক্তি পাবে ২০২৫ সালে।