প্রতীকী ছবি : এএফপি
চীনের উত্তরাঞ্চলে একটি সবজির বাজারে শনিবার ভয়াবহ অগ্নিকাণ্ডে আটজন নিহত ও ১৫ জন আহত হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
ঝাংজিয়াকু শহরের ছিয়াওশি জেলার প্রশাসন বলেছে, ‘আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাদের জীবন বর্তমানে ঝুঁকিমুক্ত।’
বেইজিংয়ের উত্তর-পশ্চিমে অবস্থিত শহরটির লিগুয়াং বাজারে স্থানীয় সময় সকাল ৮টা ৪০ মিনিটে আগুন লাগে, যা সকাল ১০টার পর নিভিয়ে ফেলা হয় বলে জেলা প্রশাসন জানিয়েছে।
অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখা হচ্ছে।
চীনে মারাত্মক অগ্নিকাণ্ডের ঘটনা প্রায়ই ঘটে, যার প্রধান কারণ হিসেবে শিথিল ভবন নির্মাণ বিধি ও কর্মস্থলে নিরাপত্তাব্যবস্থার অবহেলাকে দায়ী করা হয়। গত অক্টোবরে গুরুত্বপূর্ণ শহর চেংডুতে এক অগ্নিকাণ্ডে ২৪ জন শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন বলে রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছিল। এর আগে জুলাই মাসে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর জিগংয়ের একটি শপিং সেন্টারে অগ্নিকাণ্ডে ১৬ জনের মৃত্যু হয়েছিল।
সূত্র : এএফপি