নতুন বছরের শুরুতে নতুন সংসার শুরু করেছেন জনপ্রিয় গায়ক অভিনেতা তাহসান। বিয়ের সুখবরের দুদিনের মাথায় প্রকাশ করলেন নিজেরনতুন গান ‘একা ঘর আমার’। তার সেই গানে মডেল হয়েছেন নতুন প্রজন্মের গায়িকা সিঁথি সাহা।
এদিকে প্রকাশনা উৎসবে অংশ নিয়ে তাহসান বলেছেন, প্রতিবছরই কাজের পরিকল্পনা করি। যদিও গতবছর মাত্র দুটি গান করেছি। তবে এ বছর অনেক বেশি গানের পরিকল্পনা করেছি। বছরের প্রথম মাসেই চারটি গান করেছি। এর মধ্যে শুরুটা করলাম, ‘একা ঘর আমার’ দিয়ে।
গীতিকার-সুরকার-শিল্পী বলেন, প্রেম নিয়ে এতো এতো গান লেখা হয়েছে, এতো ভালো ভালো গীতিকার গান লিখেছেন। এ কারণে আমি ভেবেছি, প্রেমের ঠিক কোন বিষয়টি নিয়ে গান লেখা হয়নি। তখন মনে হলো, মানুষ যখন কারো প্রেমে পড়ে, অনেক প্রত্যাশা থাকে। কিন্তু সেই প্রত্যাশা পূরণ না হলে কষ্ট হয়। ততোদিনে অনেক বড় ভুল হয়ে যায়।
তাহসান বলেন, এমনো হয়, আপনি যাকে ভালোবাসেন সে যে কষ্টটা দিয়েছে, সেটি আপনি পুষে রাখছেন। আপনি কষ্টে চুরমার হয়ে যাচ্ছেন কিন্তু ভালোবাসা থেকে মুখ ফেরাতে পারছেন না। একজন মানুষকে ভালোবাসি, আবার ঘৃণাও করি, এমন কিন্তু হয়। এমন একটা অনুভূতি থেকে এই গানটা লেখা-সুর করা।
‘একা ঘর আমার’ প্রসঙ্গে সিঁথি সাহা বলেন, ‘তাহসান ভাইয়া যেমনটা বলছিলেন, প্রেম যত দিন থাকবে, স্যাডনেস ততোদিন থাকবে। এই গানটাও স্যাড রোমান্টিক। চমৎকার একটি গান। আশা করছি শ্রোতারা মনের ও চোখের আরাম পাবেন।’