সাগর পাড়ে তাহসান-রোজার মধুচন্দ্রিমা

তাহসান খান ও রোজা আহমেদ। ছবি : রোজার ফেসবুক থেকে নেওয়া

তাহসান খানের বুকে মাথা রেখে নববধূ রোজা আহমেদের মন্তব্য, ‘একটি ভালোবাসা খুব শক্তিশালী, এত ঐশ্বরিক।’  হানিমুনে গিয়ে নিজেদের রোমান্সের ছবি সবার সঙ্গে ভাগ করে নিয়েছেন তাহসানের স্ত্রী রোজা।

রবিবার (১২ জানুয়ারি) দিবাগত রাত ১টার পর সামাজিক যোগোযোগমাধ্যম ফেসবুকে সাগর পাড়ে নিজেদের রোমান্টিক ছবি প্রকাশ করেন রোজা।

ছবির ক্যাপশনে রোজা লেখেন, জীবনের গাঁথুনিতে আমাদের সুতোগুলো চিরকাল জড়িয়ে আছে, এক ভালোবাসা, এত শক্তিশালী, এত পবিত্র।

মধুচদ্রিমার ছবিতে সাগর পাড়ে লাল পরী মনে হচ্ছে নববধূ রোজাকে। লাল গাউনে ধরা দিলেন তিনি।

LEAVE A REPLY