খায়রুল বাসাও এবং তানজিন তিশা
এ সময়ের জনপ্রিয় তারকা খায়রুল বাসার ও তানজিন তিশা। বেশ কয়েকটি নাটকে জুটি বেঁধে কাজ করেছেন দুজন। এবার ‘হোয়াট এ বৌ’ নাটকে আরো একবার ছোট পর্দায় দেখা যাবে তাদের। গতকাল নাটকটি সিনেমাওয়ালায় মুক্তি পায়।

সাইফকে ছুরিকাঘাত, আতঙ্কিত হয়ে যা বলছেন তারকারা
‘হোয়াট এ বৌ’ নির্মাণ করেছেন সাজ্জাদ হোসাইন বাপ্পি। নাটকের গল্প স্বামী-স্ত্রীকে কেন্দ্র করে। স্বামীর চরিত্রে অভিনয় করা বাসার বলেন, ‘গল্পটি একজন বাউন্ডুলে যুবকের। যার কাছে জীবন মানে শুধুই আড্ডা ও সময় নষ্ট করা।
কিন্তু হঠাৎ একটি পারিবারিক বিপর্যয়ের মাধ্যমে সে বুঝতে পারে এভাবে আর চলতে পারে না। তাকে দায়িত্বশীল হতে হবে। এমন একটি চরিত্রে অভিনয় করে আনন্দিত আমি। নির্মাতাও কাজটি যত্ন নিয়ে করেছেন।
আর তিশা দুর্দান্ত একজন অভিনেত্রী, যা নতুন করে বলার কিছু নেই। আশা করি, কাজটি সবার ভালো লাগবে।’
ছুরিকাঘাতের আগে সাইফের বাড়ির পার্টিতে এসেছিলেন যারা
নাটকটি নিয়ে নির্মাতা বাপ্পিও আশাবাদী। নির্মাতা বলেন, ‘বাসার ভাইয়ের সঙ্গে এর আগেও আমি কাজ করেছি। শুটিং সেটে তিনি খুবই কো-অপারেটিভ।
নিজের অভিনয় শতভাগ ফুটিয়ে তুলতে কঠোর পরিশ্রম করেন। তাই তার সঙ্গে কাজ করার আনন্দই অন্যরকম। এছাড়া আমার পরিচালনায় তিশা আপুর সঙ্গে এটাই প্রথম কাজ। তিনিও অসম্ভব সহযোগিতা করছেন। এরই মধ্যে দর্শক ভালো রেসপন্স করছেন। আশা করছি নাটকটির প্রতি দর্শকের এ ভালোবাসা অব্যাহত থাকবে।’
নাটকটিতে বাসার ও তিশা ছাড়া আরো অভিনয় করেছন সাবেরী জামান, আনওয়ার শাহী, এবি রোকনসহ আরো অনেকে।