মমতা ছাড়াও অভিনয় ছেড়ে সন্ন্যাস নিয়েছেন যেসব তারকা

সংগৃহীত ছবি

সম্প্রতি ভারতের উত্তরপ্রদেশের প্রয়াগরাজে মহাকুম্ভ মেলায় গিয়ে সন্ন্যাস গ্রহণ করেছেন অভিনেত্রী মমতা কুলকার্নি। ‘মাই মমতা নন্দগিরি’ নাম গ্রহণ করেছেন তিনি। এর আগে ২০১৩ সালে প্রয়াগরাজের কুম্ভমেলায় গিয়েছিলেন মমতা। চলতি মাসে প্রয়াগরাজের কুম্ভমেলায় সন্ন্যাস গ্রহণ করলেন তিনি।

শুধুমাত্র মমতা নন, অভিনয় জগৎ ছেড়ে সন্ন্যাস গ্রহণ করেছেন আরও বহু তারকা। তারা কেউ ছিলেন টেলিভিশনের পরিচিত মুখ। কেউ আবার বড় পর্দায় অভিনয় করতেন। তালিকায় রয়েছেন বিনোদ খান্না, তনুশ্রী দত্তের পাশাপাশি আরও অনেকের নাম।

যাটের দশকের শেষ দিকে বড় পর্দায় অভিনয় শুরু করেন বলি অভিনেতা বিনোদ খান্না। ক্যারিয়ারের চূড়ায় থাকাকালীন ওশোর শিষ্যত্ব গ্রহণ করেন তিনি। পাঁচ বছর সন্ন্যাসজীবন কাটানোর পর তিনি অবশ্য আবার অভিনয়জীবনে দ্বিতীয় অধ্যায় শুরু করেন।

২০০৫ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত পাঁচ বছর অভিনয় করে ক্যারিয়ারের ঝুলিতে ‘আশিক বানায়া আপনে’, ‘ভাগম ভাগ’, ‘ঢোল’, ‘গুড বয়, ব্যাড বয়’ নামের একাধিক হিন্দি ছবিতে অভিনয় করেছেন বলি নায়িকা তনুশ্রী দত্ত।

২০১৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘অ্যাপার্টমেন্ট’ ছবিতে শেষ অভিনয় দেখা যায় তনুশ্রীর। তার পর হঠাৎ করে বলিপাড়া থেকে উধাও হয়ে যান তিনি। জানা যায়, অভিনয় থেকে দূরে সরে আধ্যাত্মিক জীবনের প্রতি আকৃষ্ট হয়ে পড়েছিলেন তিনি। পরে দেড় বছর আশ্রমে কাটিয়েছেন তনুশ্রী। এমনকি, লাদাখে গিয়ে বৌদ্ধ দর্শন সম্পর্কেও জ্ঞানলাভ করেছেন।

এখনও অভিনয় থেকে দূরেই রয়েছেন নায়িকা।

ছোট পর্দার পরিচিত মুখ ছিলেন অনাঘা ভোসলে। ‘অনুপমা’ নামের জনপ্রিয় হিন্দি ধারাবাহিকে অভিনয় করে খ্যাতি পান তিনি। কিন্তু তার মন চলে যায় আধ্যাত্মিকতার দিকে। টেলিপা়ড়ায় জনশ্রুতি, কোভিড অতিমারি চলাকালীন অনঘা আধ্যাত্মিকতার দিকে আরও বেশি ঝুঁকে পড়েন। কৃষ্ণের ভক্তে পরিণত হন নায়িকা। অভিনয়জীবন ছেড়ে তাই আধ্যাত্মিকতা নিয়েই রয়েছেন তিনি।

২০১৩ সালে টেলিভিশনের নামকরা রিয়্যালিটি শো ‘বিগ বস্’-এর সপ্তম সিজ়নে প্রতিযোগী হিসাবে অংশগ্রহণ করেন সোফিয়া হায়াত। সেখান থেকেই পরিচিতি পান তিনি। কিন্তু বেশি দিন এই পেশায় থাকেননি সোফিয়া। ২০১৬ সালে বিনোদনজগৎকে বিদায় জানান সোফিয়া। ২০১৬ সালের জুন মাসে সন্ন্যাস গ্রহণ করেন তিনি।

১৯৯৬ সালে অক্ষয় কুমার অভিনীত ‘খিলাড়িয়োঁ কা খিলাড়ি’ ছবির মাধ্যমে চলচ্চিত্রজগতে পা রাখেন বরখা মদন। হিন্দি এবং পাঞ্জাবি ভাষার ছবিতে অভিনয়ের পাশাপাশি একাধিক হিন্দি ধারাবাহিকেও অভিনয় করেন তিনি। ২০১২ সালে অভিনয়জগৎ থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নেন বরখা। নাম পরিবর্তন করে বৌদ্ধ সন্ন্যাসী হয়ে গিয়েছেন তিনি।

স্কুলজীবন থেকে নাটকের মঞ্চ থেকে অভিনয়ে হাতেখড়ি অণু আগারওয়ালের। তার পর মডেলিংজগতে নিজের পরিচিতি তৈরি করে ফেলেন তিনি। ১৯৯০ সালে মুক্তি পাওয়া রোম্যান্টিক ঘরানার ছবি ‘আশিকি’তে নায়িকার ভূমিকায় দেখা যায় তাকে। কিন্তু বলিপাড়ার জাঁকজমক-ব্যস্ততা থেকে নিজেকে দূরে সরিয়ে ফেলেন নায়িকা। ১৯৯৯ সালে এক ভয়াবহ গাড়ি দুর্ঘটনার কবলে পড়েন অণু। চিকিৎসা চলাকালীন প্রায় এক মাস কোমায় ছিলেন তিনি। সুস্থ হয়ে ওঠার পর উত্তরাখণ্ডের একটি আশ্রমে চলে যান অণু। সেখানে গিয়ে সন্ন্যাস গ্রহণ করেন তিনি। বর্তমানে মুম্বাইয়ে থাকেন তিনি। মানসিক স্বাস্থ্য সংক্রান্ত নিজস্ব একটি সংস্থা চালান অণু।

LEAVE A REPLY