রংপুর ফাইনাল খেলবে মনে করেন সাইফ।
মুদ্রার উল্টো পিঠটাও দেখছে রংপুর রাইডার্স। টানা ৮ ম্যাচ জয় পাওয়া দলটা এবার হ্যাটট্রিক হার দেখেছে। মোমেন্টাম হারিয়ে এখন বিপিএলে নিজেদের খুঁজতেছে। চিটাগাং কিংসের কাছে আজ সর্বশেষ ৫ উইকেটের হারটি দেখেছে রংপুর।
রংপুর হ্যাটট্রিক হারের তিক্ত স্বাদ পেলেও দল ফাইনালে খেলবে এমনটা মনে করেছেন সাইফ হাসান। ম্যাচ শেষে রংপুরের ব্যাটার বলেছেন, ‘এ রকম কিছু না (বিদেশি না থাকায় হার)। (অ্যালেক্স) হেলস যাওয়ার পরেও ৩টা ম্যাচ জিতেছি আমরা। আমার মনে হয় কিছুটা মোমেন্টাম হারিয়েছি আমরা।
এখন এটা আমাদেরকেই ফিরিয়ে আনতে হবে। আরেকটা ম্যাচ আছে, যদি জিততে পারি ইনশাল্লাহ সোজা ফাইনালে চলে যাব।’
সর্বশেষ তিন ম্যাচে রংপুর দল হয়ে খেলতে পারেনি বলেই মনে করেন সাইফ। ২৬ বছর বয়সী ব্যাটার বলেছেন, ‘ভুলত্রুটি ছিল কিছু।
কিছুদিন আমরা ব্যাটিং খারাপ করেছি তো কিছুদিন বোলিং। একসঙ্গে ভালো একটা কম্বাইন্ড পারফরম্যান্স দিতে পারি নাই, আশা করি পরের ম্যাচে পারফরম্যান্সটা দিতে পারব। পয়েন্ট তালিকায় আমরা এখনো দুইয়ে আছি। হাতে এক ম্যাচ আছে। কালকে আমরা ইনশাল্লাহ নিজেদের সেরাটা দেব।
আমরা যদি প্রসেসে থাকি ইনশাল্লাহ রেজাল্ট আমাদের পক্ষেই আসবে।’
ঢাকায় দ্বিতীয় পর্ব শুরুর পর থেকেই লো স্কোরিং ম্যাচ হচ্ছে। উইকেটের এমন আচরণ নিয়ে সাইফ বলেছেন, ‘না এটা স্বাভাবিক। টুর্নামেন্ট শুরু হয় যখন তখন উইকেট ভালো থাকে। সময় গেলে উইকেট একটু স্লো হয়। ফলে এটা ন্যাচারাল যে রান কিছুটা কমবে।’