তানিশা মুখার্জি
বলিউড অভিনেত্রী কাজলের বোন তানিশা মুখার্জি। বোনের মতো সফল ক্যারিয়ার গড়তে না পারলেও শুরুর দিকে বেশ আলোচনায় ছিলেন তানিশা। তবে ধীরে ধীরে বলিউডের গ্ল্যামার জীবন থেকে হারিয়ে যান অভিনেত্রী। সম্প্রতি একটি সাক্ষাৎকারে নারীবাদ ও নিজ দেশ ভারত সম্পর্কে মন্তব্য করেছেন তানিশা।
যেখানে তিনি বলেন, ভারতে নারীদের সম্মান এখন অনেকটাই কমে গেছে।
হাউটারফ্লাই-এর সঙ্গে একটি সাক্ষাৎকারে নারীবাদে নিয়ে কথা বলতে গিয়ে তানিশা বলেন, নারীবাদ বা ফেমিনিজম কথাটি কিন্তু আমেরিকা থেকে এসেছে। বলা চলে, শব্দটি একটি পাশ্চাত্য শব্দ। তবে যে দেশ থেকে এই শব্দটি এসেছে, দুঃখজনকভাবে সেটি হলে সব থেকে অ-নারীবাদী দেশ।
যে দেশে নারীদের কিছু করার অনুমতি নেই, সেই দেশ কিনা নারীবাদ শব্দটি নিয়ে এসেছে গোটা বিশ্বে, ভাবলে অবাক হতে হয়।
ভারত নিয়ে কথা বলতে গিয়ে তানিশা বলেন, আমাদের দেশে নারীদের প্রতি যথেষ্ট শ্রদ্ধা দেখানো হয়। হিন্দু ধর্মে কখনও নারীদের অসম্মান করতে শেখানো হয় না। ভগবান শিব কখনও মাতা পার্বতীকে অসম্মান করেননি।যদিও দুঃখজনকভাবে ব্রিটিশরা আসার পর এবং অতিরিক্ত জনসংখ্যার কারণে ভারতে নারীদের সম্মান এখন অনেকটাই কমে গেছে।
জীবনে একটাই সিরিয়াস প্রেম করেছি, তাকেই বিয়ে করেছি
তানিশার এমন মন্তব্যে যেমন প্রশংসা করছেন অনেকে, কেউ কেউ আবার অভিনেত্রীর সমালোচনায় ব্যস্ত হয়ে পড়েছেন। অনেকেই ধর্মের ব্যাপারটি নিয়ে তানিশার মন্তব্যে ক্ষোভ প্রকাশ করেছেন।
হ
তানিশা ২০০০-এর দশকের গোড়ার দিকে বলিউডে পা রাখেন। তবে ২০০৫ সালে যশরাজের ‘নীল এন নিক্কি’ সিনেমায় উদয় চোপড়ার সাথে কাজ করে মানুষের জনপ্রিয়তা পান।তানিশা বিগ বস ৭-এ প্রতিযোগী হিসাবে অংশ নিয়েছিলেন এবং প্রথম রানার আপ হয়েছিলেন। তিনি নাচের রিয়েলিটি শো ঝলক দিখলা জা-তেও অংশ নিয়েছিলেন।ব