সাফ চ্যাম্পিয়ন হওয়ার মেডেল হাতে সুমাইয়া। ছবি : সুমাইয়ার ফেসবুক থেকে
ধর্ষণ ও হত্যার হুমকি পাওয়ার অভিযোগ গতকাল সামাজিক মাধ্যমে জানান মাতসুশিমা সুমাইয়া। আজ সেই ঘটনায় মতিঝিল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন সাফজয়ী নারী ফুটবলার।
জিডিতে লেখা হয়েছে, গত ২ ফেব্রুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে একটি ফুটবল খেলার ভিডিও আপলোড করার পর কিছু অসাধু অজ্ঞাতপরিচয় ব্যক্তি প্রাণনাশ ও সংঘবদ্ধ ধর্ষণের হুমকি দিচ্ছে। বিভিন্ন সময়ে বানোয়াট ভিত্তিহীন কমেন্ট ও মেসেজ করে মানসিক হয়রানিও করা হচ্ছে।
এমন অবস্থায় নিজের জীবন হুমকির মুখে ও নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জিডির আবেদনে জানান মাতসুশিমা সুমাইয়া।
এর আগে গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে সুমাইয়া লেখেন, ‘কয়েক দিন ধরে আমি অগণিত মৃত্যু এবং ধর্ষণের হুমকি পেয়েছি- যেসব শব্দ ব্যবহৃত হয়েছে, সেটা আমাকে এমনভাবে ভেঙে দিয়েছে, যা কল্পনাও করিনি। জানি না এই মানসিক আঘাত থেকে বেরিয়ে আসতে কত দিন লাগবে। তবে এটা জানি, কেবল স্বপ্ন পূরণের জন্য কাউকে যেন এমন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে না হয়।
’আরো পড়ুন
এমন ঘটনা সামনে আসার পর সুমাইয়ার পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ঘটনার তীব্র নিন্দা জানিয়ে হুমকি প্রদানকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়ে গতকাল রাতে বাফুফে বিবৃতিতে লিখেছে, ‘বাংলাদেশ নারী জাতীয় ফুটবল দলের খেলোয়াড় মাতসুশিমা সুমাইয়াকে লক্ষ করে দেওয়া হুমকি ও হয়রানির তীব্র নিন্দা জানায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন। দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে ফেডারেশন এবং কর্তৃপক্ষকে অবিলম্বে যথাযথ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাচ্ছে। দেশকে প্রতিনিধিত্ব করার জন্য কোনো খেলোয়াড়কে এমন হয়রানির শিকার হতে হবে না।
বাফুফে তার খেলোয়াড়দের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিতে প্রতিশ্রুতিবদ্ধ।’