খালেদ মাসুদ পাইলটের জন্মদিন আজ

খালেদ মাসুদ পাইলট।

খালেদ মাসুদ পাইলট বাংলাদেশ ক্রিকেট দলের একজন সাবেক ক্রিকেটার। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে সবচেয়ে সফলতম উইকেট রক্ষক তিনি। ১৯৭৬ সালের আজকের দিনে জন্ম হয় এ তারকা ক্রিকেটারের। তার জন্ম দিনে আসুন জেনে নেই পাইলটের ক্যারিয়ারের উল্লেখযোগ্য কিছু দিক।

পুরো নাম খালেদ মাসুদ পাইলট, তবে সবার কাছে পাইলট নামেই বেশী পরিচিত। ডানহাতি ব্যাটসম্যান ও উইকেটরক্ষক। ১৯৭৬ সালের ৮ই ফেব্রুয়ারি রাজশাহীতে জন্মগ্রহণ করেন পাইলট। ১৯৯৭ সালের আইিসিসি ট্রফির ফাইনালে পাইলটের ব্যাট থেকে আসা ৬ কেনিয়ার বিপক্ষে ম্যাচ জিততে বিশেষ অবদান রাখে।

টেস্ট ও ওয়ানডে উভয় ক্ষেত্রেই সফলতার সঙ্গে খেলেছেন এ ডানহাতি ব্য্যটসম্যান। ২০০০ সালের ১০ই নভেম্বও ভারতের বিপক্ষে অভিষেক টেস্টে পাইলটেরও অভিষেক হয় টেস্ট ক্রিকেটে। এর আগে ১৯৯৫ সালের ৫ই এপ্রিল ভারতের বিপক্ষে ওয়ানডেতে অভিষেক হয় তার। 

২০০৭ সালের ২৮ শে জুন শ্রীলংকার বিপক্ষে শেষ টেস্ট এবং ২০০৬ সালের ৫ই ডিসেম্বর জিম্বাবুয়ের বিপক্ষে শেষ ওয়ানডে ম্যাচ খেলেন।

ক্যারিয়ারে ৪৪টি টেস্টে ১টি সেঞ্চুরি ও ৩ হাফ সেঞ্চুরিতে ১ হাজার ৪’শ ৯ রান করেন পাইলট। আর ১২৬টি ওয়ানডে ম্যাচে ৭টি হাফ সেঞ্চুরিতে ১ হাজার ৮’শ ১৮ রান করেন। 

ক্রিকেট খেলা থেকে অবসর নিলেও কোচিংয়ের সাথে যুক্ত রয়েছেন এ তারকা ক্রিকেটার। ক্রিকেট ছাড়াও টেলিভিশনে কয়েকটি নাটকে অভিনয় করেছেন খালেদ মাসুদ পাইলট।

LEAVE A REPLY