২০২১ সালের পর আবারও আইপিএলে খেলবেন মুজিব। ছবি : ক্রিকইনফো
আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকেই আলোচনায় আল্লাহ গজনফার। আফগানিস্তানের হয়ে দারুণ পারফরম্যান্সের পুরস্কার পেয়েছিলেন আইপিএলের নিলামে। ৪ কোটি ৮০ লাখ রুপিতে রহস্য স্পিনারকে দলে ভিড়িয়েছিল মুম্বাই ইন্ডিয়ানস।
আইপিএলের নিলামে চড়া দামে দল পেলেও মাঠে নামা হচ্ছে না গজনফারের।
আসলে চোট তাকে আগামী ২১ মার্চ শুরু হতে যাওয়া ১৮তম আসরে খেলতে দিচ্ছে না। তার বদলে তাই আফগানিস্তানের আরেক স্পিনার মুজিব উর রহমানকে নিয়েছে মুম্বাই। সর্বশেষ আইপিএলে মুজিবের বদলেই কলকাতা নাইট রাইডার্সের দলে সুযোগ পেয়েছিলেন গজনফার। এবার নিয়তির খেলায় তার বদলে মুজিবের কপাল খুলেছে।
কপাল খুলেছে বলার কারণ গত কয়েক আসর থেকেই আইপিএলে খেলার সুযোগ পাচ্ছিলেন না মুজিব। সর্বশেষ ২০২১ সালে সানরাইজার্সের হয়ে আইপিএলে খেলেছেন তিনি। এবার জাতীয় দলের সতীর্থ ছিটকে যাওয়ায় সেই অপেক্ষা ফুরাচ্ছে ২৩ বছর বয়সী স্পিনারের। তাকে দুই কোটি ভিত্তিমূল্যে দলে নিয়েছে মুম্বাই।
আইপিএলের আগে চ্যাম্পিয়নস ট্রফির মতো বড় মঞ্চেও নিজের ডানা মেলানোর সুযোগ হাতছাড়া হয়েছে গজনফারের। পিঠের চোট থেকে সুস্থ হতে ১৮ বছর বয়সী স্পিনারের অন্তত চার মাস লাগবে বলে জানা গেছে। চ্যাম্পিয়নস ট্রফিতে তার বদলে ২০ বছর বয়সী বাঁহাতি স্পিনার নানগেয়ালিয়া খারোতিকে নিয়েছে আফগানিস্তান। আগামী ১৯ ফেব্রুয়ারি শুরু হবে চ্যাম্পিয়নস ট্রফি।