বাবা-মাকে নিয়ে অশালীন মন্তব্য, রণবীরকে তিরস্কার করল সুপ্রিম কোর্ট

রণবীর আল্লাবাদিয়া

বাবা-মাকে নিয়ে অশালীন মন্তব্য করে চরম বিপাকে পড়া রণবীর আল্লাবাদিয়াকে এ যাত্রায় কঠিন শাস্তি থেকে নিস্তার দিয়েছে আদালত। তবে গ্রেপ্তার হওয়া থেকে বিরত রাখলেও এ ইউটিউবারের কঠোর সমালোচনা করেছেন সুপ্রিমকোর্ট।

টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুসারে, ‘ইন্ডিয়াস গট ল্যাটেন্ট’ শোতে মন্তব্য করার জন্য দায়ের করা মামলা থেকে ইউটিউবার রণবীর এলাহাবাদিয়া ওরফে ‘দ্য বিয়ার বাইসেপস’কে গ্রেপ্তার হওয়া থেকে অন্তর্বর্তীকালীন সুরক্ষা দিয়েছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে যে, একই শো নিয়ে আর কোনও এফআইআর দায়ের করা যাবে না।

তবে এলাহাবাদিয়াকে যে অন্তর্বর্তীকালীন সুরক্ষা দেওয়া হয়েছে তা এই শর্ত সাপেক্ষে যে তিনি তদন্তে যোগ দেবেন। শীর্ষ আদালত তাঁকে দেওয়া হুমকির বিরুদ্ধে সুরক্ষা চেয়ে পুলিশের কাছে যাওয়ার স্বাধীনতাও দিয়েছে। উল্লেখযোগ্যভাবে, ইউটিউবারের প্রতিনিধিত্ব করার জন্য আইনজীবী অবনব চন্দ্রচূড

শীর্ষ আদালত আইনজীবী চন্দ্রচূড়কে প্রশ্ন করেছে যে তিনি ‘ইন্ডিয়াস গট ল্যাটেন্ট’ শোতে এলাহাবাদিয়া যে ধরণের ভাষা ব্যবহার করেছিলেন তা তিনি সমর্থন করছেন কি না! ইউটিউবারের পক্ষে উপস্থিত আইনজীবী স্বীকার করেন যে, যে ভাষা ব্যবহার করেছেন তাতে তিনি নিজেও বিরক্ত, তবে এটি ফৌজদারি অপরাধ হিসাবে বিবেচিত কি না তা নিয়ে প্রশ্ন তোলেন।

এদিন রণবীর আলাহাবাদিয়াকে চরম ভর্ৎসনা করে শীর্ষ আদালত। বেঞ্চ বলেছে যে শোতে তিনি যে মন্তব্য করেছেন তা দিয়ে তিনি নিজের বাবা-মাকেও অপমান করেছেন। এই ব্যক্তির মনে কিছু নোংরা আছে, যা এই প্রোগ্রামের মাধ্যমে উগড়ে দেওয়া হয়েছে। বিচারপতি কান্ত অবশ্য আশ্বস্ত করেছেন, এলাহাবাদিয়া যে প্রাণনাশের হুমকি পেয়েছেন বলে দাবি করেছেন, রাষ্ট্র তা দেখভাল করবে।

‘অনিন্দ্য সুন্দর’, ফারিয়ার মেকআপহীন ছবির প্রশংসায় অনুরাগীরা

অনিন্দ

ভারতের জনপ্রিয় ইউটিউবার রণবীর আল্লাবাদিয়া। ‘ইন্ডিয়াস গট ল্যাটেন্ট’ শোতে বাবা-মায়ের যৌনতার ব্যাপারে অশালীন মন্তব্য করার পর সমালোচনার মুখে পড়েন তিনি। ইউটিউবারের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। দেশজুড়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েন তিনি। এমনকী নিজের বাড়িতে তালা মেরে এই মুহুর্তে পলাতক রয়েছেন এ ইউটিউবার।

LEAVE A REPLY