পাকিস্তানে ২৯ বছর পর আইসিসি টুর্নামেন্ট, নিরাপত্তা জোরদার

ট্রফি নিয়ে পাকিস্তানের অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান। ছবি : ক্রিকইনফো

২৯ বছর পর আইসিসি ইভেন্ট হচ্ছে পাকিস্তানে। ২০০৯ সালে লাহোর হামলার পর নিজ দেশে আবার আন্তর্জাতিক ক্রিকেট ফেরাতে বেশ কাঠখড় পোড়াতে হয় পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি)। একই ঘটনার যেন পুনরাবৃত্তি না হয় এ জন্য আজ শুরু হতে যাওয়া চ্যাম্পিয়নস ট্রফি ঘিরে নিরাপত্তা জোরদার করেছে পাকিস্তান সরকার।

পাকিস্তানের প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন এক প্রতিবেদনে উল্লেখ করেছে, টুর্নামেন্টের দুই ভেন্যু লাহোর ও রাওয়ালপিন্ডিতে নিরাপত্তার জন্য ১২ হাজারের বেশি পুলিশ মোতায়েন করা হয়েছে।

নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে আরেক ভেন্যু কারাচিও। সব মিলিয়ে প্রায় ২০ হাজার পুলিশ ও সেনা সদস্য মোতায়েন করা হয়েছে বলে জানা গেছে। সঙ্গে থাকছে প্যারা-মিলিটারি ও গোয়েন্দা সংস্থার তদারকি।

টুর্নামেন্ট শুরুর আগে ক্রিকেটারদের হোটেল, যাতায়াতের পথ ও স্টেডিয়ামের আশপাশ এলাকায় সার্চ, সুইপ, কম্বিং ও গোয়েন্দাভিত্তিক বিশেষ অভিযান পরিচালনা করেছে পাঞ্জাব পুলিশ।

এছাড়াও ম্যাচ চলাকালে সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করতে স্টেডিয়াম, হোটেল ও খেলোয়াড়দের যাতায়াতের পথে ক্যামেরা প্রযুক্তির মাধ্যমে নজরদারি করবে আইনশৃংখলা বাহিনী। সব মিলিয়ে নিরাপত্তায় কোনো ছাড় দিতে নারাজ পাকিস্তান। এএফপি

LEAVE A REPLY