সংগৃহীত ছবি
অনুরাগীদের আবদার সব সময় মেটানোর চেষ্টা করেন সালমান খান। মেজাজ ভালো থাকলে সেলফি তোলার অনুরোধেও রাজি হয়ে যান। আবার ভক্তদের সামনে দেখলে, একবার হলেও হাত নাড়তে ভোলেন না ‘ভাইজান’।ভক্তদের দেখলেই সব সময় হাসি লেগে থাকে তার মুখে।
সম্প্রতি ভক্তদের ভালোবাসা পেয়েও সেই সালমানের মুখে হাসি ফুটল না, রইলেন গম্ভীর হয়ে।
সম্প্রতি একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। বোন অর্পিতা খানকে সঙ্গে নিয়ে দিল্লি বিমানবন্দরে ঢুকছিলেন সালমান। সেই সময় তাকে দেখতে পেয়ে অনুরাগীরা নিজস্বী তোলার আবদার করেন।অনুরাগীদের আবদার মেটাতে রাজিও হন তিনি। কিন্তু কোনো এক অজানা কারণে মুখে হাসি ছিল না সালমানের।
এদিন সাদা শার্টের ওপর লেদারের কালো জ্যাকেট, ডেনিম প্যান্ট, হালকা দাড়ি-গোঁফে সালমানকে চেনা মেজাজেই পাওয়া গিয়েছিল। কিন্তু বাদ সাধল মুখের হাসি! সেটা কোথায় গেল?
সালমানের মুখের এই বিরক্তির ছাপ চোখে পড়েছে অনেকেরই।
কারো মনে হয়েছে সালমান বেশ বিরক্ত। অনেকেরই আবার মনে হয়েছে, সালমান আসলে ক্লান্ত। সেটাও ভুল নয়। অনেক দিন ধরেই ট্রাভেল করছেন তিনি। আবার অনেকের মনে হয়েছে, বিমানযাত্রার দীর্ঘ সফরে ক্লান্তি হয়ে পড়েছেন তিনি।
তবে সালমানের এমন ভাবভঙ্গিতেও ফিদা সবাই। অনেকেই বলেছেন, তাকে ভালো লাগছে। এমনকি সালমানের গালের দাড়ি যে হালকা করে ছাঁটা হয়েছে তা-ও নজর এড়ায়নি অনুসরণকারীদের।