গত এক-দেড় মাস প্রচুর ব্যস্ততায় ছিলাম : নাদিয়া

সালহা খানম নাদিয়া

ছোট পর্দার ব্যস্ত অভিনেত্রী সালহা খানম নাদিয়া। নাটক, বিজ্ঞাপন নিয়ে বছরজুড়েই শুটিং শিডিউল থাকে তার। নিয়মিতই তাঁকে পাওয়া যায় একক ও ধারাবাহিক নাটকে। গতকাল থেকে মাছরাঙা টিভিতে শুরু হয়েছে সাগর জাহানের ধারাবাহিক ‘অনলাইন অফলাইন’-এর দ্বিতীয় মৌসুম।

অবকাশে কক্সবাজার

গতকাল বিকেলে নাদিয়া যখন মুঠোফোনে কল রিসিভ করলেন, তখন তিনি কক্সবাজারে। জানালেন, গতকাল সকালেই গেছেন সমুদ্রের নগরে।কারণ দুটি। সেটা জানিয়ে নাদিয়া বলেন, ‘একটা ব্যক্তিগত ট্যুরের প্ল্যানই ছিল। দুদিন আগেই চলে এলাম। কারণ সালমান আরাফাতের (স্বামী) একটি বিজ্ঞাপনচিত্রের শুটিং আছে এখানে।

এখন ও শুটিং করছে, আমি বিশ্রাম নিচ্ছি। গত এক-দেড় মাস প্রচুর ব্যস্ততায় ছিলাম। এবার একটু নিজেদের সময় দিই।’ 

নাদিয়ার ইচ্ছেপূরণ

নাদিয়া ও সালমানের বিয়ে হয়েছে গত বছরের জুনে। তখন ঘরোয়া আয়োজনে ছোট পরিসরে শুভ কাজটি সেরেছিলেন তাঁরা।পরিকল্পনা ছিল, মাসখানেক পর বিবাহোত্তর সংবর্ধনা করবেন। সেটা গড়াল ছয় মাস পরে। এ মাসেই ফরিদপুরে সালমানের বাড়িতে হয়েছে সে আয়োজন। নাদিয়া বলেন, ‘বিয়ের সময় বড় পরিসরে আয়োজন করতে পারিনি। ইচ্ছা ছিল, মাসখানেক পরই রিসিপশন করব। তবে দুজনের কাজের ব্যস্ততায় সেটা ছয় মাস পর হলো। আড়াই হাজারের বেশি মানুষ নিয়ে বিশাল আয়োজনে অনুষ্ঠান করেছেন আমার শ্বশুর-শাশুড়ি। আমি পালকিতে চড়লাম, সালমান ঘোড়ায় চড়ল। এগুলো আমাদের স্বপ্ন ছিল। অবশেষে পূরণ হলো।’

অনলাইন অফলাইন দ্বিতীয় অধ্যায়

ফাগুনের অবসানে

বিবাহোত্তর সংবর্ধনার ব্যস্ততায় ছিলেন, তাই এবারের ভ্যালেন্টাইনে বিশেষ কোনো নাটকে হাজির হতে পারেননি নাদিয়া। শুধু তাঁকে দেখা গেছে নাহিদ আহমেদ পিয়ালের ‘ফাগুনের অবসানে’ টেলিছবিতে। চ্যানেল আইতে প্রচারিত হয়েছে এটি। এতে নাদিয়া অভিনয় করেছেন জীতু আহসানের সঙ্গে। এ ছাড়া হাস্যরসাত্মক নাটক ‘কিপটা ফ্যামিলি’তেও আছেন তিনি। মহিন খানের এ নাটক বেশ কয়েকটি পর্বে এসেছে। দিন দুয়েক আগে মুক্তি পেয়েছে এর পঞ্চম পর্ব।

অন্যান্য

একক নাটকের চেয়ে ধারাবাহিকে অভিনয় করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন নাদিয়া। এই সময়ে তাঁকে একাধিক চ্যানেলের বেশ কয়েকটি ধারাবাহিকে দেখা যাচ্ছে। এর মধ্যে রয়েছে মুসাফির রনির ‘জোনাকির আলো’ (এনটিভি), কায়সার আহমেদের ‘গোলমাল’ (আরটিভি) ও সঞ্জিত সরকারের ‘চিটার অ্যান্ড জেন্টেলম্যান’ (আরটিভি)। সামনেই রমজান মাস। এ উপলক্ষে ইফতারবিষয়ক অনুষ্ঠানও করছেন নাদিয়া। এ ছাড়া অবকাশ সেরে এসে শুরু করবেন ঈদ নাটকের শুটিং। তবে আপাতত নতুন কোনো কাজের খবর দিতে চাননি অভিনেত্রী।

LEAVE A REPLY