সুখবর দিলেন উসমান মুখতার!

পাকিস্তানের জনপ্রিয় অভিনেতা-পরিচালক উসমান মুখতার ভক্ত-অনুরাগীদের সুখবর দিলেন।  কন্যাসন্তানের পিতা হয়েছেন তিনি।  ইতোমধ্যে তার মেয়ের জন্য একটি সুন্দর নামও রখেছেন- সিয়েরা ইনাম মুখতার। 

২০২১ সালে অক্টোবর মাসে গবেষণা-বিশ্লেষক জুনাইরা ইনামকে বিয়ে করেন মুখতার।  ২০২৫-এ হলেন বাবা। 

আনা সিরিয়ালের এই তারকা সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আদুরে ছবি পোস্ট করে এই সুখবরটি দেন।  ছবিতে দেখা যায়, নবজাতকের ছোট্ট হাত মুখতারের আঙুলে ধরে আছে।  ছবিটিতে একটি হৃদয়গ্রাহী ক্যাপশন দিয়েছেন তিনি। 

মুখতার লিখেছেন, আলহামদুলিল্লাহ।  অত্যন্ত আনন্দ, কৃতজ্ঞতা এবং সুখের সাথে আমরা আমাদের কন্যা সিয়েরা ইনাম মুখতারের জন্মের খবর দিচ্ছি। 

মেয়ের নামের অর্থ ব্যাখ্যা করে বলেন, ‘সিয়েরা’ একটি পশতু শব্দ, যার মানে ‘গাছের ছায়া’, যা অভিনেতার জীবনে যে সান্ত্বনা ও সুরক্ষা নিয়ে এসেছে তার প্রতীক।

অত্যন্ত আনন্দঘন বার্তায় তিনি লেখেন, শুধু তার প্রথম কয়েক দিনের মধ্যেই সে আমাদের জীবনকে অসীম আনন্দে ভরিয়ে দিয়েছে এবং অবিশ্বাস্যভাবে আমাদের ছোট্ট আঙুলের চারপাশে ঘুরিয়ে ফেলেছে।

মুখতার তার পরিবারের নতুন সদস্যের জন্য সকলের কাছে দোয়া চেয়ে লিখেছেন, আমরা এই সুন্দর আশীর্বাদ (মেয়ে) পেয়ে গভীরভাবে কৃতজ্ঞ এবং সবাইকে আমাদের পরিবারের এই নবীন সদস্যের জন্য দোয়া করার অনুরোধ করছি।

মুখতারের পোস্টে তার ভক্ত-অনুরাগীরা শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিয়েছেন। উসমান-জুনাইরা দম্পতিকে বাবা-মা হওয়ার নতুন যাত্রার জন্য শুভকামনা জানাচ্ছেন তারা। 

LEAVE A REPLY