অবশেষে বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন গোবিন্দা!

সংগৃহীত ছবি

অভিনেতা গোবিন্দা ও তার স্ত্রী সুনীতা আহুজার ৩৭ বছরের দাম্পত্য ভাঙতে চলেছে। এই খবরেই সরগরম গোটা বলিউড। ইতিমধ্যেই গোবিন্দাকে আইনি নোটিস পাঠিয়েছেন তার স্ত্রী সুনীতা। এবার এই বিবাহ বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন গোবিন্দা।

ক্যারিয়ারের শুরুতে গোবিন্দা তার বিয়ের কথা সবার কাছ থেকে লুকিয়ে রেখেছিলেন। বিবাহিত জানলে তার খ্যাতি কমে যাবে, এমনটাই ভাবতেন এই অভিনেতা। বিয়ের তিন বছর পর সবাইকে জানান যে তিনি বিবাহিত। একসময় রানি মুখার্জির সঙ্গে নাম জড়িয়েছিল গোবিন্দার।তার জেরে নাকি ভাঙনের মুখে পড়েছিল গোবিন্দা ও সুনীতার বিয়ে।  

সম্প্রতি এক সাক্ষাত্‍কারে সুনীতা জানান যে এত বছরের দাম্পত্য সত্ত্বেও একসঙ্গে বাস করেন না তারা। তাদের ছাদ আলাদা, সেখান থেকেই ছড়িয়ে পড়ে বিচ্ছেদের খবর। দুই সন্তানকে নিয়ে সুনীতা থাকেন ফ্ল্যাটে।

ঠিক তার উল্টো দিকে নিজের বাংলোয় একা থাকেন অভিনেতা।

বলিপাড়ায় জোর গুঞ্জন, গোবিন্দা ও সুনীতার এই বিচ্ছেদের পেছনে নাকি রয়েছেন ৩০ বছর বয়সী এক মারাঠি অভিনেত্রী।

সুনীতার আইনি নোটিস পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন গোবিন্দার ম্যানেজার শশী সিনহা। তিনি বলেছেন, গোবিন্দা ও সুনীতার মধ্যে সমস্যা চলছে। পরিবারের কারোর কোনও বক্তব্য ঘিরে তৈরি হয়েছে সমস্যা।

আমি আইনি নোটিশ সম্পর্কে অবগত, তবে আমরা এটি সম্পর্কে কোনও সুনির্দিষ্ট বিবরণ পাইনি। খবরটি সর্বত্র ছড়িয়ে দেওয়া হচ্ছে, এবং আমরা এটির উপর নজর রাখছি। 

অন্যদিকে শোনা যাচ্ছে পরকীয়ায় জড়িয়ে পড়ার খবর সুনীতা জানতেই তার কাছে ক্ষমা চেয়ে বিচ্ছেদ না করার আর্জি জানান অভিনেতা। তবে সুনীতা সেই বিষয়ে কর্ণপাত না করেই মামলা করেন। 

অন্যদিকে গোবিন্দা বলেন, আমি এখন এক পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি। আমার নতুন ছবির শুটিং শুরু হচ্ছে। সকাল থেকেই অফিসে লোকজন আসছেন। শুধু ব্যবসা নিয়েই কথা হচ্ছে। 

কার্যত বিচ্ছেদ নিয়ে বিশেষ কথা বলতে চাইছেন না গোবিন্দা ও সুনীতা দুজনেই। এরই মাঝে সুনীতা জানান যে, পরজন্মে তিনি আর কোনও অভিনেতাকে বিয়ে করতে চান না।

LEAVE A REPLY