সংগৃহীত ছবি
‘মুফাসা দ্য লায়ন কিং’-এ শাহরুখ-পুত্র আব্রাম খানের কাজ দেখে দর্শকরা তার দারুণ প্রশংসা করেছিল। আব্রামের ভক্তের সংখ্যাও নেহাত কম নয়। আর এবার তার গিটারে মুগ্ধ ভক্তরা।
সম্প্রতি এক্সে শাহরুখের ছোট ছেলের একটি ভিডিও এখন রীতিমতো ভাইরাল।
সেখানে আব্রামকে তার স্কুলের একটি অনুষ্ঠানে গিটার বাজতে দেখা গেছে। শুধু তাই নয়, লেডি গাগা এবং ব্রুনো মার্সের গ্র্যামি-জয়ী গান ‘ডাই উইথ আ স্মাইল’ও গাইতেও দেখা গেছে।
আব্রাম ধীরুভাই আম্বানি স্কুলের ছাত্র। সেখানেই বার্ষিক অনুষ্ঠানে এই পারফর্ম করেছে।
ভিডিওতে দেখা গেছে, গিটার হাতে আব্রাম একটি চেয়ারে বসে আছে। মনোযোগের সঙ্গে সে গিটার বাজাচ্ছে আর জনপ্রিয় গান ‘ডাই উইথ আ স্মাইল’ গাইছেন। তবে সে একা নয়, মঞ্চে তার পাশে আরও কয়েকজন এই গানটি গাইছিল। ভিডিওতে কালো টি-শার্ট এবং কালো শর্টসে দেখা গেছে শাহরুখ-পুত্রকে।
ভিডিওটি প্রকাশ্যে আসতেই ছোট্ট আব্রামকে ভালোবাসায় সিক্ত করেছেন অনুরাগীরা। একজন মন্তব্য করেছেন, ‘ওহ মাগো, ও এত সুন্দর গিটার বাজাতে পারে।’ আরেকজন ভক্ত লেখে, ‘ভাই এদের পুরো পরিবারই প্রতিভাবান…।’
সম্প্রতি ডিজনির ‘মুফাসা: দ্য লায়ন কিং’-এর হিন্দি সংস্করণে ‘মুফাসা’ -এর ছোটবেলার চরিত্রের ডাবিং করেছেন আব্রাম। এই ছবিতে তার আব্রামের ভাই অর্থাৎ শাহরুখের বড় ছেলে আরিয়ান খান ‘সিম্বা’ -এর চরিত্রে কণ্ঠ দিয়েছেন।
আর ‘মুফাসা’ -এর চরিত্রে কন্ঠ দিয়েছে শাহরুখ স্বয়ং। ব্যারি জেনকিন্স পরিচালিত ‘মুফাসা: দ্য লায়ন কিং’, ‘দ্য লায়ন কিং’-এর প্রিক্যুয়েল। এটি ১৯৯৪ সালের অ্যানিমেটেড ক্লাসিক ‘দ্য লায়ন কিং’ থেকে নেওয়া হয়েছে।