ক্লদিও এচেভেরি। ছবি : সিটি ওয়েব সাইট
২০২৪ সালের জানুয়ারিতে ১২.৫ মিলিয়ন পাউন্ড ট্রান্সফার ফিতে রিভার প্লেট থেকে ক্লদিও এচেভেরিকে চার বছরের চুক্তিতে দলে ভেড়ায় ম্যানচেস্টার সিটি। তবে উন্নতির সুযোগ দিতে তাকে আর্জেন্টাইন ক্লাবে ধারে ফেরত পাঠানো হয়। গত মাস পর্যন্ত ধারে স্বদেশের ক্লাবটিতেই ছিলেন তিনি।
১৯ বছর বয়সী এই ফুটবলার বৃহস্পতিবার ম্যানচেস্টার সিটিতে যোগ দেন।
এই ক্লাবে যোগ দিয়ে রোমাঞ্চিত এচেভেরি। জানিয়েছেন তার প্রতি সিটিজেনদের আগ্রহ দেখে আগুয়েরোর সঙ্গে কথা বলেছিলেন এচেভেরি। আর উত্তরসূরিকে সিটিতে যাওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।
সিটিতে যোগ দেওয়ার পর এচেভেরি বলেন, ‘আমি আগুয়েরোর সঙ্গে কথা বলেছি।আমি জানতাম আর্জেন্টিনা এবং ম্যানচেস্টার সিটির মধ্যে সম্পর্কের কথা। বিশেষ করে আগুয়েরো অনন্য একজন ফুটবলার। তিনি ম্যানচেস্টার সিটির কিংবদন্তি, কারণ তিনি এখানে যা কিছু অর্জন করেছেন এবং তিনি কতটা অসাধারণ খেলোয়াড় ছিলেন।’
ক্যারিয়ারে দীর্ঘ সময় ম্যানচেস্টার সিটিতে খেলেছেন সার্জিও আগুয়েরো।
ক্লাবটির প্রথম প্রিমিয়ার লিগ থেকে শুরু করে অনেক অর্জনের অন্যতম নায়ক তিনি। স্বাভাবিকভাবেই ক্লাবটির প্রতি আলাদা টান অনুভব করেন তিনি। সেই টান থেকেই হয়তো স্বদেশী তরুণ ক্লদিও এচেভেরিকে সিটি যোগ দেওয়ার পরামর্শ দিয়েছিলেন আগুয়েরো।
সিটিতে যোগ যোগ দিয়ে রোমাঞ্চিত এচেভেরি। এখন ইংলিশ ক্লাবটির জার্সিতে খেলার জন্য তর সইছে না আর্জেন্টিনার তরুণ অ্যাটাকিং মিডফিল্ডারের।
‘ম্যানচেস্টারে থাকতে এবং অবশেষে নিজেকে ম্যানচেস্টার সিটির খেলোয়াড় হিসেবে পরিচয় দিতে পেরে আমি কতটা রোমাঞ্চিত, তা বলে বোঝাতে পারব না। ফুটবল আমার জীবন এবং স্বপ্ন ছিল ইউরোপের সেরা দলগুলোর একটিতে খেলা। এখন সেই স্বপ্ন পূরণের আরো কাছে আমি।’
২০২৫ সালের শুরুতে এচেভেরি দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে আর্জেন্টিনার অধিনায়কত্ব করেন এবং দলকে রানার্সআপ করান। এখন ১৯ বছর বয়সী এই মিডফিল্ডার পেপ গার্দিওলার দলে যোগ দিয়েছেন এবং ম্যানচেস্টার সিটির হয়ে খেলার জন্য প্রস্তুত।