ইমনের সেঞ্চুরিতে জয় আবাহনীর, জিতেছে মোহামেডান-পারটেক্সও

সেঞ্চুরি করার পর পারভেজ হোসেন ইমনের উদযাপন।

চ্যাম্পিয়নস ট্রফির ছন্দটাই ডিপিএলে ধরে রেখেছেন তাওহিদ হৃদয়। ভারতের বিপক্ষে ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করা হৃদয় আজ মিরপুরে দারুণ এক ফিফটিতে মোহামেডান স্পোটিং ক্লাবকে জয় এনে দিয়েছেন। রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবের বিপক্ষে ৭ উইকেটের বড় জয়ে দারুণ ফিফটি করেছেন বিপিএল মাতানো মাহিদুল ইসলাম অঙ্কনও।

গুলশান ক্রিকেট ক্লাবের বিপক্ষে হার দিয়ে এবারের ডিপিএল শুরু করেছিল মোহামেডান।

তবে আজ দ্বিতীয় ম্যাচে বড় জয়ে মাঠ ছেড়েছে তারা। ২২৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় ২৭ রানে আউট হন অধিনায়ক তামিম ইকবাল (১৪)। অধিনায়ক আউট হলেও পরে অঙ্কন ও হৃদয়ের দারুণ ফিফটিতে সহজ জয় পায় মোহামেডান। হৃদয়ের ৪৭ বলে ৭৪ রানের বিপরীতে ৮১ রান করেন অঙ্কন।

জয়ে ফিরেছে আবাহনীও

মোহামেডানের মতোই প্রথম ম্যাচে হার দিয়ে ডিপিএল শুরু করেছিল বর্তমান চ্যাম্পিয়নস আবহনী লিমিটেড। চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডানকে যারা হারিয়েছিল সেই গুলশানকে আজ বিধ্বস্ত করেছে আবাহনী। প্রতিপক্ষকে ৩২৪ রানের লক্ষ্য দিয়ে ১৬১ রানেই থামিয়ে দিয়েছে মোহামেডানের বোলাররা।

মোহামেডানের ১৬২ রানের জয়ে বোলিংয়ে নেতৃত্ব দিয়েছেন রাকিবুল হাসান ও মৃত্যুঞ্জয় চৌধুরী।

রাকিবুলের ৪ উইকেটের বিপরীতে ৩ উইকেট নেন বাঁহাতি পেসার মৃত্যুঞ্জয়। এর আগে পারভেজ হোসেন ইমনের সেঞ্চুরি ও মোহাম্মদ মিঠুনের ফিফটিতে ৩২২ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় মোহামেডান। ৯ চার ও ৮ ছক্কায় ১২৬ রান করেন বাঁহাতি ওপেনার ইমন। অন্যদিকে ৭২ রান করেন উইকেটরক্ষক-ব্যাটার মিঠুন।

ব্যাটে-বলের পারফরম্যান্সে পারটেক্সের জয়ের নায়ক আলাউদ্দিন

শাহাদাত হোসেন দিপু ও শামীম হোসেন পাটোয়ারি জোড়া ফিফটিতে ৩০০ রানের লক্ষ্য দিয়েছিল প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব।

বড় লক্ষ্য তাড়া করতে নেমে ৫৪ রানে ২ উইকেট হারিয়ে বিপদেই পড়েছিল পারটেক্স। কেননা দুই বিদায়ী ব্যাটারের সঙ্গে রিটায়ার্ড হার্ট হন ওপেনার জয়রাজ শেখ।

তবে পাঁচে নেমে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন সাব্বির আহমেদ। আউট হওয়ার আগে দলের অধিনায়ক ৫৩ রানের ইনিংস খেলে জয়ের ভিত গড়ে দেনে তিনি। আর শেষে ৭৮ রানের অপরাজিত এক ইনিংস খেলে রোমাঞ্চকর জয় এনে দেন আলাউদ্দিন বাবু। তার আগে বল হাতে ২ উইকেটও নেন তিনি। তবে পারটেক্সের ৩ উইকেটের জয়ে মাঝে ৪৪ রানের দারুণ এক ইনিংস খেলেন আহরার আমিনও।

LEAVE A REPLY