সংগৃহীত ছবি
লরেন্স বিষ্ণোইয়ের কাছ থেকে একের পর এক খুনের হুমকি পেয়েও থামাননি শুটিং। ছবির লড়াইয়ের দৃশ্যের শুটিং করতে গিয়ে পাঁজরে চোটও পেয়েছিলেন। তারপরেও টানা শুটিং করে গেছেন সালমান খান।
নানা কারণেই আলোচনায় অভিনেতার আসন্ন সিনেমা ‘সিকান্দার’।
‘গজিনী’ খ্যাত এ আর মুরুগাদোসের পরিচালনায় সালমান, সঙ্গে জুটি রাশমিকা মান্দানা। যদিও আলোচনার জন্য সালমানই যথেষ্ট, তার ছবি মানেই দর্শকের উন্মাদনা। তারপরেও নতুন এই যোগে চলছে বিস্তর আলোচনা ও আগ্রহ।
ছবির ঝলক ইতিমধ্যেই সাড়া ফেলেছে সিনে মহলে।
অন্তর্জালে আসা ছবির গানে সালমানের সঙ্গে রাশমিকার রসায়ন নিয়েও আলোচনা তুঙ্গে।
সিনেমাটির জন্য সালমান পারিশ্রমিকও নিয়েছেন আকাশছোঁয়া। প্রথম থেকেই শোনা যাচ্ছিল, ১০০ কোটিরও বেশি পারিশ্রমিক পাচ্ছেন তিনি।
সম্প্রতি এক সূত্র ভারতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছে, এই ছবির জন্য ১২০ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন সালমান খান।
অন্যদিকে সময় ভালো যাচ্ছে ছবিটির নায়িকা রাশমিকা মান্দানার। তার শেষ দুটি ছবি ‘পুষ্পা ২’ ও ‘ছাভা’ও বক্স অফিসে আলোড়ন ফেলেছে। ‘সিকান্দার’-এর জন্য তিনি পারিশ্রমিক পেয়েছেন ৫ কোটি।
ছবিটির এক বিশেষ চরিত্রে দেখা যাবে কাজল আগরওয়ালকে। জানা গেছে, ছবিটির জন্য তিনি পাচ্ছেন ৩ কোটি রুপি।
শারমান যোশী পেয়েছেন ৭৫ লাখ এবং একটি স্বল্প দৈর্ঘ্যের চরিত্রের জন্য প্রতীক বাব্বার পেয়েছেন ৬০ খান। ‘বাহুবলী’ ছবির ‘কাটাপ্পা’ সত্যরাজ পারিশ্রমিক পেয়েছেন ৫০ লাখ রুপি।
সালমান খানকে সর্বশেষ দেখা গিয়েছিল ২০২৩-এ ‘টাইগার ৩’ ছবিতে। দীর্ঘ দিন পর আসছে ঈদুল ফিতরে ‘সিকান্দার’ দিয়ে ফিরছেন ভাইজান।