পোশাক বিতর্কে যা বললেন মাইকেল জ্যাকসনের কন্যা

প্রয়াত মাইকেল জ্যাকসনের কন্যা প্যারিস জ্যাকসন। বাবার মতো বিশ্বনন্দিত তারকা না হলেও শোবিজ অঙ্গনে জ্যাকসনকন্যার প্রভাব কম নয়। বরাবরই নিজের সাহসী ফ্যাশনের জন্য আলোচনায় থাকেন প্যারিস। তবে এবার পড়লেন পোশাক বিতর্কে।

একটি আন্তর্জাতিক ফ্যাশন শোয়ে তিনি হাজির হলেন সম্পূর্ণ স্বচ্ছ পোশাকে। 

প্যারিসের কালো পোশাকটি মূলত বিতর্ক তৈরি করে নেটিজেনদের মাঝে। পোশাকে অসংখ্য ছিদ্র এবং সবটাই স্বচ্ছ। পরনে ছিল না অন্তর্বাস।

তাতেই স্পষ্ট হয়ে ওঠে প্যারিসের স্তনবৃন্ত। সমালোচনা শুরু হয় জ্যাকসনকন্যার। এবার সেই প্রসঙ্গে মুখ খুললেন প্যারিস। দিলেন নিজের যুক্তি।

প্যারিস জ্যাকসন বলেন, ‘পোশাক নিয়ে প্রত্যেকের মতামত ভিন্ন। আমি মিশ্র প্রতিক্রিয়া পেয়েছি। সবাই নিজের মতো প্রতিক্রিয়া দিতে পারেন। আমি বুঝতে পারছি না এই বিষয়টি নিয়ে এত আলোচনা কেন? শুধুই স্তনবৃন্ত দেখা গিয়েছে। এটা কোনো বড় কথা নয়।

/container.html” width=”300″ height=”250″>

পশুরা পোশাক পরে না। মানুষেরও পশুর মতোই শরীর রয়েছে। তাই তা বড় করে দেখার নেই। এর থেকে পৃথিবীতে আরো নানা বড় কাজ রয়েছে।

তবে প্যারিসের সমর্থনের কথা বলতে দেখা গেছে অনেক অনুরাগীকে। অনেকের মতে, মাইকেলকন্যা আসলে মানব বিবর্তন এবং পোশাক সম্পর্কে একটি বৃহত্তর দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন। এমনিতেই পশ্চিমা বিশ্বের দেশগুলিতে ২০১২ সাল থেকে শুরু হয়েছে ‘নিপ্‌ল ফ্রি মুভমেন্ট’। সমাজের খ্যাতনামী নারীরা সমর্থন করেছেন এই পদক্ষেপকে। সম্প্রতি কান চলচ্চিত্র উৎসবে খ্যাতনামা মডেল বেলা হাদিদও স্বচ্ছ পোশাকে হাজির হন। সেই সময় লোকের দৃষ্টি আকর্ষণ করেন মডেল কিন্তু অনেকেই সাধুবাদ জানিয়েছিলেন বেলাকে। আবার প্রায় অনাবৃত শরীরে গ্র্যামি পুরস্কার বিতরণ অনুষ্ঠানে হাজির হন কাইনে ওয়স্টের স্ত্রী সেই নিয়ে সমালোচিত হন তিনি। এবার প্যারিসও সেই পদক্ষেপ নিতেই কটাক্ষের শিকার হলেন। যদিও এই পোশাক কেন পরেছিলেন তা ব্যাখ্যা করেননি জ্যাকসনকন্যা।

LEAVE A REPLY