প্লেব্যাকে ফিরলেন আসিফ

সংগৃহীত ছবি

দীর্ঘদিন পর প্লেব্যাকে ফিরলেন সংগীতশিল্পী আসিফ আকবর। ‘টগর’ সিনেমাতে গান করেছেন তিনি। 

‘হবেরে খেলা, কাঁপবে শহর/খেলতে এসেছে ওয়ান অ্যান্ড ওনলি টগর’—এমন কথাইয় গানটি লিখেছেন জান্নাত আরা ফেরদৌস মিলা। সুর ও সংগীত করেছেন আয়ুষ দাস।

আসিফ আকবর বলেন, ‘অনেক দিন পর এমন একটা গান গাইলাম। আসলে এ ধরনের গান গাওয়া একটু কষ্টের। এ ছাড়া এখন আমার বয়স বেড়েছে। কিন্তু গানটি খুব ভালো লেগেছে আমার কাছে।

আশা করছি, দর্শকেরও ভালো লাগবে।’

আলোক হাসান পরিচালিত ‘টগর’ সিনেমায় অভিনয় করছেন আদর আজাদ ও পূজা চেরী। প্রথমে ছবিটিতে অভিনয় করার কথা ছিল প্রার্থনা ফারদিন দীঘির। তবে শুটিং শুরুর আগে বাদ পড়েন তিনি, তার পরিবর্তে নেওয়া হয় পূজা চেরীকে।

ইতিমধ্যে চট্টগ্রামে শুরু হয়েছে সিনেমাটির শুটিং। সব কিছু ঠিক থাকলে আগামী ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এটি।

LEAVE A REPLY