শোয়েব আখতার। ছবি : ফেসবুক থেকে
চ্যাম্পিয়নস ট্রফির আয়োজক পাকিস্তান। যদিও ফাইনাল হয়েছে দুবাইতে। সেই ফাইনালে নিউজিল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে শিরোপা জিতেছে ভারত। স্বাগতিক হয়েও ফাইনাল আয়োজন করতে না পারা পাকিস্তানের জন্য হতাশারই বটে।
আরো অবাক করা বিষয় পুরস্কার বিতরণী মঞ্চে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কোনো সদস্যকে দেখা না যাওয়া।
বিষয়টি অবাক করেছে পাকিস্তানের সাবেক ফাস্ট বোলার শোয়েব আখতারকে। আয়োজক দেশ হয়েও পিসিবির কোনো সদস্য কেন ফাইনালে গেলেন না, সেটা শোয়েবের কাছে বোধগম্য নয়। বিষয়টাকে দুঃখজনক বলেও মন্তব্য করেন তিনি।
এবারও আইপিএল থেকে সরে দাঁড়ালেন ব্রুক, হতে পারেন নিষিদ্ধ
মাজিক যোগাযোগমাধ্যমে এর প্রতিক্রিয়ায় পাকিস্তানের সাবেক এই ক্রিকেটার লিখেন, ‘আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি ভারত জিতে নিয়েছে। কিন্তু অদ্ভুত একটা ব্যাপার আমি লক্ষ করলাম। পাকিস্তান ক্রিকেট বোর্ডের কোনো সদস্য সেখানে উপস্থিত ছিল না। পাকিস্তান চ্যাম্পিয়নস ট্রফির আয়োজক দেশ।
কিন্তু তাদের একজন লোককেও সেখানে দেখলাম না।’
পুরো বিষয়টা বোধগম্য হচ্ছে না জানিয়ে শোয়েব আরো বলেছেন, ‘এ বিষয়টা আমি বুঝতে পারছি না। তারা কেউ প্রতিনিধিত্ব করতে কিংবা ট্রফি তুলে দেওয়ার জন্য কেন এলেন না। এটা একেবারেই আমার বোধগম্য না। এটা নিয়ে ভাবুন দয়া করে।
এটা একটা বিশ্বমঞ্চ, এখানে আপনাদের থাকা উচিত ছিল। কিন্তু দুঃখজনকভাবে আমি পাকিস্তান ক্রিকেট বোর্ডের কোনো সদস্যকে সেখানে দেখলাম না। অথচ এটার আয়োজক আমরাই, কিন্তু আমাদের কেউ সেখানে থাকল না।
বেঞ্চে বসে সান্তোসের বিদায় দেখলেন নেইমার
পরে অবশ্য বিষয়টির ব্যাখ্যা দিয়েছে ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই। সূত্রের বরাত দিয়ে তারা জানিয়েছে, পিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা সুমাইর আহমেদ সেখানে উপস্থিত ছিলেন। কিন্তু তাঁকে পুরস্কার বিতরণীর মঞ্চে ডাকা হয়নি।