আইসিসির চেয়ারম্যান জয় শাহর উপস্থিতিতে রোহিত শর্মাকে চ্যাম্পিয়নস ট্রফির জ্যাকেট পরিয়ে দিচ্ছেন বিসিসিআইয়ের সভাপতি রজার বিনি। ছবি : ক্রিকইনফো
চ্যাম্পিয়নস ট্রফিতে ভারত অপরাজিত চ্যাম্পিয়ন হলেও সমালোচনা ঠিকই শুনতে হয়েছে তাদের। ভারতের বিরুদ্ধে সেই সমালোচনা হচ্ছে নিজেদের প্রভাব খাটিয়ে শুধু দুবাইয়ে খেলা। টুর্নামেন্টের বাকি দলগুলো যখন ভ্রমণ ঝক্কি সামলিয়েছে তখন একই হোটেলে থেকে একই মাঠে খেলে চ্যাম্পিয়ন হয়েছে ভারত।
এই বাড়তি সুবিধা ভারতকে চ্যাম্পিয়ন হতে সহায়তা করেছে বলে টুর্নামেন্ট চলাকালীন সমালোচনা করেছেন অনেক সাবেক ও বর্তমান ক্রিকেটাররা।
ভারতের সমালোচনায় যেন আরো একধাপ এগিয়ে অ্যান্ডি রবার্টস। ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি পেসারের মতে, আইসিসি মানেই তো ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
ভারতীয় পত্রিকা ‘মিড ডেকে’ সাক্ষাৎকার দেওয়ার সময় এমনটিই জানিয়েছেন রবার্টস। ৭৪ বছর বয়সী সাবেক পেসার বলেছেন, ‘‘আমার মতে, আইসিসি মানে হলো ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড।
ভারতই সবকিছু করে। আগামীকাল যদি ভারত বলে, ‘শুনেন ক্রিকেটে ওয়াইড ও নো বল থাকা উচিত নয়।’ আমি বলছি, ভারতকে খুশি করার জন্য কোনো পথ খুঁজে বের করবে আইসিসি।’
ক্রিকেটে সবচেয়ে বেশি অর্থ ভারত থেকে আসলেও রবার্টস মনে করেন লেভেল প্লেয়িং ফিল্ড থাকা প্রয়োজন।
তিনি বলেছেন, ‘এটা নিরপেক্ষ নয়, এটা ক্রিকেট নয়। লেভেল প্লেয়িং ফিল্ড থাকা দরকার। জানি, প্রচুর অর্থ ভারত থেকে আসে তাই ক্রিকেট এক জাতির খেলা হতে পারে না। এখন দেখে মনে হচ্ছে, ক্রিকেট এক জাতির খেলা। খেলার মাঠে কোনো সমতা নেই।
’
সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপেও সুবিধা নিয়ে ভারত চ্যাম্পিয়ন হয়েছে বলে জানিয়েছেন রবার্টস। সাবেক ওয়েস্ট ইন্ডিজের পেসার বলেছেন, ‘কিছু একটা হওয়া প্রয়োজন… সব কিছু একাই ভারত পেতে পারে না। কোনো কোনো সময় আইসিসির উচিৎ ভারতকে না বলা। এমনকি গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপেও ভারত সুবিধা পেয়েছিল। আগেই জেনে গিয়েছিল তাদের সেমিফাইনাল (গায়ানায়) কোথায় হবে। চ্যাম্পিয়নস ট্রফিতে ভারত কোনো ভ্রমণই করেনি। কোনো টুর্নামেন্টে একটা দল কিভাবে এমন সুবিধা পেতে পারে।’