সংগৃহীত ছবি
বেশ অনেক দিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিল, আবার প্রেমে মজেছেন আমির খান। বিভিন্ন সময়েই এমন খবরে কোনো প্রতিক্রিয়া দেননি মিস্টার পারফেকশনিস্ট। অবশেষে অভিনেতা নিজেই দিলেন সিলমোহর, প্রকাশ্যে আনলেন তার নতুন প্রেমিকাকে।
গত ১২ মার্চ শাহরুখ খান ও সালমান খানের সঙ্গে নিজের প্রেমিকার পরিচয় করিয়ে দেন আমির।
মজার বিষয় হচ্ছে, আমিরের প্রেমিকা আর শাহরুখের স্ত্রীর নাম একই, গৌরী! কাকতালীয়ভাবে অভিনেতার তৃতীয় প্রেমও হিন্দু ধর্মাবলম্বী। গৌরী স্প্রাট পেশায় প্রযোজক।
দেড় বছর ধরে একসঙ্গে থাকার পর গতকাল ১৩ মার্চ নতুন সঙ্গীকে প্রকাশ্যে এনে আরো একটি গোপনীয়তার ওপর থেকে পর্দা সরিয়েছেন আমির। জানিয়েছেন, ১২ মার্চ তিনি সবার আগে সালমান এবং শাহরুখের সঙ্গে গৌরীর পরিচয় করিয়েছেন।
তার পর নতুন প্রেমের কথা প্রকাশ্যে এনেছেন।

ভারতীয় সংবাদমাধ্যমকে আমির খান বলেন, ‘আমার মুম্বাইয়ের বাড়িতে শাহরুখ-সালমানকে আমন্ত্রণ জানিয়েছিলাম। আগে ওদের সঙ্গে গৌরীর পরিচয় করিয়ে দিই। তারপর বাকিদের জানালাম।
’
গৌরীর সঙ্গে প্রেম প্রসঙ্গে তিনি ‘লগান’ ছবির কথা উল্লেখ করেন। এই ছবিতে আমির অভিনীত চরিত্রের নাম ছিল ‘ভুবন’, আর নায়িকার নাম ‘গৌরী’।
সে কথা মনে করিয়ে দিয়ে আমির বলেন, ‘এত দিনে ভুবন তার গৌরীকে পেল।’ সঙ্গে এ-ও জানান, ২৫ বছর আগে বেঙ্গালুরুর এই রমণীর সঙ্গে তার পরিচয়। অবশেষে সেই পরিচয় পূর্ণতা পেল।
এ দিন আমির অভিনীত ‘আকেলে হাম আকেলে তুম’ ছবির জনপ্রিয় গান ‘রাজা কো রানি সে প্যায়ার হো গ্যয়া’ শোনান উপস্থিত সাংবাদিকদের।
আমির জানিয়েছেন, ৬০ বছর বয়সে আর বিয়ে করা উচিত কি না, তিনি জানেন না। তবে তার ছেলে-মেয়েরা ভীষণ খুশি। তারা বাবার জীবনের নতুন অধ্যায় দেখতে আগ্রহী।