মেয়ের সঙ্গে জাজাইয়ের এই ছবি এখন শুধুই স্মৃতি। ছবি : জাজাইয়ের এক্স থেকে
কন্যাকে হারালেন হজরতউল্লাহ জাজাই। আজ মাত্র ২ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন আফগানিস্তান ব্যাটারের কন্যা। নিজে না জানালেও বাঁহাতি ব্যাটারের কন্যা হারানোর সংবাদটি সামাজিক মাধ্যমে নিশ্চিত করেছেন তার জাতীয় দলের সতীর্থ করিম জানাত।
জাজাইয়ের মেয়ের ছবি নিজের ইনস্টাগ্রামে পোস্ট করে জানাত লিখেছেন, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি আমার ভাইয়ের মতো ঘনিষ্ঠ বন্ধু হজরতউল্লাহ জাজাই তার মেয়েকে হারিয়েছে।
তার ও তার পরিবারের এই কঠিন সময়ে গভীরভাবে মর্মাহত। দয়া করে এই শোকের সময় তাদের জন্য প্রার্থনা করবেন। হজরতউল্লাহ জাজাই ও তার পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা।’
২০২২ সালের ৫ জুন কন্যা সন্তানের জনক হয়েছিলেন জাজাই।
মেয়ের জন্মের পর থেকেই তার সঙ্গে কাটানো বিশেষ মুহূর্তগুলো প্রায় সময় সামাজিক মাধ্যমে শেয়ার করে আসছিলেন তিনি। সর্বশেষ গত বছর আফগানিস্তানের হয়ে খেলা জাজাই এখন পর্যন্ত ৪৫ টি-টোয়েন্টি ও ১৬ ওয়ানডে খেলেছেন।