সংগৃহীত ছবি
রবিবার সকালে তীব্র বুকে ব্যথা নিয়ে চেন্নাইয়ের এক বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন অস্কারজয়ী সুরকার এ আর রহমান। তবে কিছু রুটিন চেক আপ করেই সুরকারকে ছুটি দিয়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে।
ধারণা করা হচ্ছে, সম্প্রতি লন্ডন সফর শেষে চেন্নাই ফিরছিলেন রহমান। রোজা রেখে দীর্ঘ পথ পাড়ি দিতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন তিনি।
অস্কারজয়ী সুরকারের পুত্র আমিন জানান, তার বাবা এখনো দুর্বল। তবে ভয়ের কোনো কারণ নেই।
সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দিয়ে তিনি লেখেন, ‘আমাদের বন্ধু-বান্ধব, শুভানুধ্যায়ীদের সবাইকে ধন্যবাদ আমাদের সংকটে প্রার্থনা করার জন্য এবং পাশে থাকার জন্য। শরীরে পানিশূন্যতার কারণে খানিক দুর্বল হয়ে পড়েন বাবা।
কিছু রুটিন টেস্ট করানো হয়েছে। এখন তিনি সুস্থ আছেন। আপনাদের সবার ভালোবাসা ও আন্তরিকতায় আমরা কৃতজ্ঞ।’
রহমানের অসুস্থতার খবর পেয়ে চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ রেখেছিলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন।
চিকিৎসকরা জানিয়েছেন, সম্ভবত শরীরে পানিশূন্যতার কারণে অসুস্থ হয়ে পড়েছিলেন রহমান। শনিবার রাতে লন্ডন থেকে চেন্নাই ফিরছিলেন তিনি। তখন থেকেই শারীরিক অস্বস্তির কথা জানাচ্ছিলেন।