দক্ষিণী অভিনেতার ক্যান্সারের গুজব, যা জানা গেল

সংগৃহীত ছবি

ক্যান্সারে আক্রান্ত হয়েছেন দক্ষিণী তারকা মামুট্টি! অনুরাগীমহলে এমনই গুঞ্জন ছড়িয়েছে। গত কয়েক দিন ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনেতার স্বাস্থ্য নিয়ে একাধিক গুজব ছড়িয়েছে। এবার তার স্বাস্থ্যের খবর জানাল তার প্রচার সহায়ক দল।

মামুট্টির টিমের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিনেতা ভালো আছেন।

রমজান মাস চলছে। তাই কিছুদিনের জন্য শুটিং থেকে বিরতি নিয়েছেন ‘মথিলুকল’ ছবি খ্যাত অভিনেতা। 

টিমের একজন প্রতিনিধি ভারতীয় সংবাদমাধ্যমকে বলেন, ‘এটা ভুল খবর। রমজানের জন্য উপবাস করেছেন বলে তিনি ছুটিতে রয়েছেন।

’ 

অভিনেতার টিমের তরফে আরো জানানো হয়েছে, মামুট্টি বিরতির পর ফিরলেই অভিনেতা মোহনলালের সঙ্গে একটি ছবির শুটিং শুরু করবেন। এই ছবিতে রয়েছেন অভিনেত্রী নয়নতারাও।

মালয়ালাম ইন্ডাস্ট্রির অন্যতম সেরা অভিনেতা হিসেবে খ্যাত মামুট্টি এখনও পর্যন্ত চার শোরও বেশি ছবিতে অভিনয় করেছেন। গত বছর দর্শক তাকে ‘ভ্রমযুগম’, ‘টার্বো’ ছবিতে দেখেছেন।

চলতি বছরে মুক্তি পেয়েছে মামুট্টি ‌অভিনীত ছবি ‘ডমিনিক অ্যান্ড দ্য লেডিজ পার্স’।

LEAVE A REPLY