সংগৃহীত ছবি
ম্যাজিস্ট্রেটের আদেশ লঙ্ঘন এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে সাত বন্ধুসহ আটক হয়েছেন ওরি ওরফে ওরহান অবাত্রমণি, যিনি বলি তারকাদের ‘সুজন’ বলেই পরিচিত। বৈষ্ণোদেবী মন্দির সংলগ্ন এলাকায় মদ্যপান করায় তাকে আটক করে জম্মু-কাশ্মীর পুলিশ।
জানা গেছে, জায়গাটিকে হিন্দু ধর্মের অন্যতম পবিত্র স্থান হিসেবে মান্যতা দেওয়ায় সেখানে আমিষ খাবার ও মদ্যপানের ব্যাপারে নিষেধ রয়েছে। সেই নিয়মই লঙ্ঘন করেন ওরি।
কাটরা থানায় একটি এফআইআর দায়ের করা হয়েছে। যেখানে ওরি-সহ তার সাত বন্ধু দর্শন সিং, পার্থ রায়না, ঋত্বিক সিং, রাশি দত্ত, রক্ষিতা ভোগল, শাগুন কোহলি এবং রুশ নাগরিক আরজামাস্কিনাকে অভিযুক্ত হিসাবে চিহ্নিত করা হয়েছে। তাদের বিরুদ্ধে জেলা ম্যাজিস্ট্রেটের আদেশ লঙ্ঘন এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অভিযোগ আনা হয়েছে।
রিয়াসি পুলিশ সূত্রের খবর অনুযায়ী, ‘ধর্মীয় স্থানে মদ্যপান বা মাদক সেবনের মতো কার্যকলাপে কেউ লিপ্ত হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
’
প্রসঙ্গত, ওরির জীবনযাত্রা নিয়ে উৎসাহের অন্ত নেই নেটাপাড়ার বাসিন্দাদের। মাত্র তিন-চার বছরের মধ্যে নেটপ্রভাবী হয়ে উঠেছেন ওরি। আম্বানিদের বাড়ির বিয়ে হোক, কিংবা বলি নায়িকার সাধের অনুষ্ঠান, বলিউডের যে কোনো উদযাপনে তার উপস্থিতি অবধারিত।