নীরবতা পালনের পর ক্লাব জানতে পারে বেঁচে আছেন সাবেক ফুটবলার

এক মিনিটের নীরবতা পালনের সময় আর্দার ফুটবলাররা। ছবি : সংগৃহীত

সাবেক কিংবা বর্তমান যেকোনো ফুটবলার মারা গেলে সাধারণত তার স্মরণে নীরবতা পালন করে ক্লাবগুলো। বুলগেরিয়ার ক্লাব আর্দা কারজালিও নিয়মের ব্যতয় ঘটায়নি। নিয়ম অনুযায়ী তারাও ম্যাচ শুরুর আগে সাবেক খেলোয়াড় পেতকো গানচেভের মৃত্যুতে এক মিনিটের নীরবতা পালন করে।

নীরবতায় যোগ দেয় আর্দা কারজালির প্রতিপক্ষ লেভস্কি সোফিয়ার ফুটবলাররাসহ ম্যাচ দেখতে আসা দর্শকরাও।

গানচেভের প্রতি শ্রদ্ধা জানানোর পর দুই দলের খেলা শুরু হয়। কিন্তু ১-১ গোলের ড্র হওয়া ম্যাচ শেষ হওয়ার আগে মাথায় বাজ পড়ার মতো সংবাদ শুনতে পায় আর্দা কারজালি।

মারা যাননি, গানচেভ এখনো বেঁচে আছেন। এমন সংবাদ শোনার পর দ্রুতই নিজেদের ভুল শোধরাতে ক্ষমা চায় আর্দা কারজালি।

নিজের সামাজিক মাধ্যমে সাবেক ফুটবলারের কাছে ক্ষমা চেয়ে লিখেছে, ‘আর্দার সাবেক খেলোয়াড় পেতকো গানচেভ ও তার স্বজনদের কাছে ক্ষমা প্রার্থনা করছে ক্লাব কর্তৃপক্ষ। তার মৃত্যুর ভুল খবর পেয়েছিলাম আমরা। আশা করি, বহু বছর গানচেভ সুস্থ থাকবে। সঙ্গে আর্দার সাফল্য উপভোগ করবে।

LEAVE A REPLY