সংগৃহীত ছবি
পবিত্র রমজান মাসে তাজা ফলের দাম সাধারণ মানুষের ক্রয় সীমার মধ্যে রাখার লক্ষ্যে ফল আমদানির ক্ষেত্রে শুল্ক-কর কমিয়েছে সরকার। এতে আমদানি পর্যায়ে আরোপিত সম্পূরক শুল্ক ৩০ শতাংশ থেকে কমিয়ে ২৫ শতাংশ এবং আমদানি পর্যায়ে আরোপিত ৫ শতাংশ আগাম কর সম্পূর্ণ অব্যাহতি দেওয়া হয়েছে।
গত ১৬ মার্চ নতুন ২টি প্রজ্ঞাপন জারি করা হয়েছে বলে মঙ্গলবার এনবিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এ ছাড়া গত ১০ মার্চ আরো একটি পৃথক প্রজ্ঞাপন জারির মাধ্যমে ফল আমদানিতে বিদ্যমান অগ্রিম আয়করের হার ১০ শতাংশ হতে হ্রাস করে ৫ শতাংশ করা হয়।
ফলে ফল আমদানিতে বিদ্যমান শুল্ক-করাদি ১৫ শতাংশ হ্রাস করা হলো।
উল্লেখ্য, দেশের আপামর জনগণের বৃহত্তর স্বার্থে অন্তর্বর্তীকালীন সরকার গত কয়েক মাসে সকল প্রকারের ভোজ্য তেল, চিনি, আলু, ডিম, পেঁয়াজ, চাল, খেজুর এবং কীটনাশকের ওপর আমদানি শুল্ক, রেগুলেটরি ডিউটি, ভ্যাট, অগ্রিম আয়কর এবং আগাম করের ক্ষেত্রে ব্যাপক হারে করছাড় দিয়েছে। করছাড়সহ সরকারের নানাবিধ সময়োপযোগী পদক্ষেপের কারণে চলতি বছর রমজান মাসে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখা সম্ভব হয়েছে।