ব্ল্যাঙ্কোর সঙ্গে সেলেনার প্রেমের রসায়ণ

সেলেব্রিটিদের প্রেমের গল্পের কথা বলতে গেলে কিছু সিনেমার সেটে শুরু হয়, কিছু অ্যাওয়ার্ড শোতে লাল গালিচায়। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেলেনা গোমেজ জানিয়েছেন, বেনি ব্ল্যাঙ্কোর সঙ্গে কীভাবে প্রেমের জালে জড়িয়েছে। পরিচয় তো দুরের কথা, একে অন্যকে চিনতেনও তারা। দুজনেই দু’জনতে নিয়ে ছিলেন সম্পূর্ণ অজ্ঞ।

যৌথ সাক্ষাৎকারে, গোমেজ এবং ব্লাঙ্কো অবশেষে তাদের প্রেমের শুরু কীভাবে হয়েছিল তা নিয়ে আলোচনা করেন। সেলেনাই প্রথমে ব্ল্যাঙ্কোকে পছন্দ করেছিল এবং  ব্লাঙ্কো সেটা জানতেনই না।  

সেলেনার মা ম্যান্ডি টিফিই মূলত এ সম্পর্ক তৈরির কারিগর। দু’জনতে নিয়ে তিনি একটি পরিকল্পনা করেছিলেন। যখন গোমেজ সবেমাত্র সংগীতে পা রাখছিলেন এবং ব্ল্য্যাঙ্কো জনপ্রিয় প্রযোজক হয়ে উঠছিলেন, তখন টিফি তাদের একটি নৈমিত্তিক স্টুডিও সাক্ষাতের জন্য আয়োজন করেছিলেন। 

ব্ল্যাঙ্কো বলেছিলেন, ‘তার (সেলেনা) মা আমাদের দু’জনের মধ্যে একটি সাক্ষাতের আয়োজন করেছিলেন এবং এটি সম্ভবত একটি ভাগ্য ছিল।’ ব্ল্যাঙ্কো আরও বলেন, ‘সেলেনাকে সেদিন দেখেই মনে হয়েছিল সে ছিল আসল দুঃখী মেয়ে। তবে তার কণ্ঠ ছিল বেশ সুরেলা।’

মূলত জাস্টিন বিবারের সঙ্গে বিচ্ছেদের পর সেলেনা অনেকটা হতাশ হয়ে পড়েছিলেন। সেই হতাশা থেকে তাকে মুক্তি দিয়েছেন ব্ল্যাঙ্কো। কাজের ক্ষেত্রে পুরোদমে করেছেন সহযোগিতা। সেলেনা সে সময়ের স্মৃতিচারণ করে বলেন, ‘আমরা কেবল কথা বলেছি। আমার জন্য এটি কতটা সহজ ছিল। আমার কোনও ধারণা ছিল না তাকে নিয়ে। সে আমাকে তার বন্ধুদের সঙ্গে সেট করার চেষ্টা করেছে।’

কিন্তু ব্ল্যাঙ্কো অবশেষে কখন বুঝতে পেরেছিলেন তার মধ্যে সেলেনার জন্য অনুভূতির জন্ম নিয়েছে? তাদের তাদের প্রথম ‘আড্ডা’ যেটাকে সেলেনা ভেবেছিলেন একটি ডেট, কিন্তু ব্ল্যাঙ্কোর কাছে যা ছিল কেবলই ডিনার। এরপর দ্বিতীয় তারিখের মধ্যেই, আমেরিকান সঙ্গীত রচয়িতা বুঝতে পারলেন যে, তিনি কেবল বাইরে বেড়াচ্ছেন না, তিনি ভিন্ন কিছু অনুভব করছেন সেলেনার প্রতি। 

‘আমরা যখন আড্ডা দিতে শুরু করি, তখনই আমি ভাবতাম, সে বোধহয় আমার স্ত্রী’, ব্ল্যাঙ্কো বলেন। 

এমনকি তিনি তার মাকেও বলেছিলেন, ‘এটিই সেই মেয়ে যাকে বিয়ে করার জন্য আমি এতদিন অপেক্ষা করেছি।’ 

এখন তো গভীরভাগে মিস করেন সেলেনাকে। সেটা প্রকাশ্যে জানিয়েও দিয়েছেন। সেলেনা ব্ল্যাঙ্কোর সম্পর্ক এখন আনুষ্ঠানিক এবং প্রকাশ্য, স্টুডিও সেশন থেকে রেড কার্পেটে চলে গেছে। 

২০২৪ সালের এমি অ্যাওয়ার্ডে বাহুবন্দি হয়ে প্রথমবার রেড কার্পেটেও হেঁটেছেন তারা। তবে এটা ঠিক, সংগীত থেকেই তাদের সম্পর্ক শুরু হয়েছিল তারা প্রথম ২০১৯ সালে ‘আই ক্যান্ট গেট এনাফ’-এ একসঙ্গে কাজ করেন। প্রকাশ্যে আসার আগেও তারা গোমেজের হিট ‘সিঙ্গেল সুন’-এ জুটি বেঁধেছিলেন, যা ব্ল্যাঙ্কো প্রযোজনা করেছিল। আর এখন? তারা একসঙ্গে ‘আই সেড আই লাভ ইউ ফার্স্ট’ নামে একটি সম্পূর্ণ অ্যালবাম প্রকাশ করছেন, যা আগামী ২১শে মার্চ মুক্তি পাবে। 

এদিকে গত বছরের ১১ ডিসেম্বর এ দম্পতির বাগদান সম্পন্ন হয়। গায়িকা ইনস্টাগ্রামে তার বাগদানের আংটি প্রদর্শন করে ক্যাপশনে লেখেন, ‘এখানেই স্থায়ী বন্ধনের শুরু।’

LEAVE A REPLY