এবারের আইপিএলে ৩০০ রানের সম্ভাবনা দেখছেন গিল

গুজরাট টাইটান্স অধিনায়ক শুবমান গিল। ছবি : বিসিসিআই

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে এক ইনিংসে সর্বোচ্চ রান ২৮৭। গত আসরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে সর্বোচ্চ রানের রেকর্ডটি করেছিলেন সানরাইজার্স হায়দরাবাদ। সেবার তিন শ রানের কাছাকাছি গিয়ে ছোঁয়া হয়নি দলটির। তবে এবার সেটি দেখা যেতে পারে বলে মনে করেন শুবমান গিল।

গুজরাট টাইটান্স অধিনায়ক মনে করেন এবারের আইপিএলে তিন শ ছাড়ানো রানের স্কোর দেখা যেতে পারে।  

গিলের মতে, ‘ইম্প্যাক্ট প্লেয়ার’ নিয়মের কারণে তিনশ রানের ইনিংস গড়ার সম্ভাবনা বেড়ে গেছে অনেকটা। এই নিয়মের সুবিধা নিয়ে বাড়তি একজন ব্যাটসম্যান বা বোলার খেলাতে পারছে দলগুলি। যদিও অলরাউন্ডারদের জন্য কিছু ক্ষেত্রে ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে এই নিয়ম।

তবে জিওহটস্টারকে গিল বললেন, এই নিয়মই সহায়তা করতে পারে দলীয় স্কোরের নতুন সীমানা ছুঁতে।

‘খেলাটির গতি এখন এমন এক মোড়ে পৌঁছে গেছে যে, মনে হচ্ছে আমরা কোনো ম্যাচে ৩০০ রান করতে পারি। গত বছর আমরা কয়েক দফায় খুব কাছাকাছি গিয়েছিলাম। ইম্প্যাক্ট প্লেয়ার নিয়মটিও এখানে বাড়তি রোমাঞ্চ যোগ করেছে এবং আইপিএলকে আরো বিনোদনদায়ী করে তুলেছে।

স্বীকৃত টি-টোয়েন্টিতে এখনও পর্যন্ত তিনশ রানের স্কোর হয়েছে তিনটি। সবচেয়ে বড় স্কোরটি হয়েছে ভারতীয় ক্রিকেটেই। সৈয়দ মুশতাক আলি ট্রফিতে সিকিমের বিপক্ষে ২০ ওভারে ৩৪৯ রান তোলে বারোদা। আর গত অক্টোবরে টি-টোয়েন্টি বিশ্বকাপের আফ্রিকান অঞ্চলের বাছাইয়ে গাম্বিয়ার বিপক্ষে ২০ ওভারে ৩৪৪ রান তোলে জিম্বাবুয়ে। আন্তর্জাতিক টি-টোয়েন্টি সবচেয়ে বড় দলীয় স্কোরের কীর্তি সেটি।

২০২৩ সালের সেপ্টেম্বরে এশিয়ান গেমসে মঙ্গোলিয়ার বিপক্ষে নেপাল ২০ ওভারে করেছিল ৩১৪ রান। গত অক্টোবরে বাংলাদেশের বিপক্ষে ভারতের আছে ২৯৭ রানের রেকর্ড। 

আগামী শনিবার বেঙ্গালুরুর বিপক্ষে কলকাতা নাইট রাইডার্সের ম্যাচ দিয়ে শুরু এবারের আইপিএল।

LEAVE A REPLY