১৯তম জন্মদিন আর পালন করা হলো না চীনের ডিফেন্ডারের

১৯তম জন্মদিন আর পালন করতে পারলেন না জিয়াশুয়ান। ছবি : ফেসবুক

প্রতিবারের ন্যায় হয়তো আজও হই-হুল্লোড়ে জন্মদিন পালন করতেন গুয়ো জিয়াশুয়ান। কিন্তু ১৯তম জন্মদিনের আগের দিন পাড়ি জমালেন না ফেরার দেশে। 

জিয়াশুয়ানের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার ভাই। সামাজিক মাধ্যমে চীনের ডিফেন্ডারের মৃত্যু নিয়ে লিখেছেন, ‘১৮তম বছরের শেষ দিনে চিরতরে নিথর হয়ে গেল সে।

অনেক দিন ধরেই মৃত্যুর সঙ্গে লড়ছিলেন জিয়াশুয়ান। গত ৬ ফেব্রুয়ারি মাদ্রিদে বেইজিং অনূর্ধ্ব-২০ ও স্থানীয় ক্লাব রায়ো সিউদাদ আলকোবেন্দাসের ম্যাচে মাথায় গুরুতর আঘাত পান তিনি। এরপর থেকেই কোমায় ছিলেন এই ডিফেন্ডার। বেইজিংয়ের তিয়ানতান হাসপাতালে নিয়ে আসার পর গতকাল চিকিৎসাধীন অবস্থা মারা যান তিনি।

জিয়াশুয়ানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে তার ক্লাব বেইজিং গুয়োযানে। চায়নিজ সুপার লিগের ক্লাবটি লিখেছে, ‘আমাদের সন্তান যে ফুটবল ভালোবাসত তাকে হারিয়েছি। শান্তিতে ঘুমাও জিয়াশুয়ান।’ ২০২৩ সালে জার্মানির ক্লাব বায়ার্ন মিউনিখের ওয়ার্ল্ড স্কোয়াডের হয়েও একটি ম্যাচ খেলেছেন তিনি।

জিয়াশুয়ান আহত হওয়ার পরেই বেইজিং ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে অভিযোগ তুলে তার পরিবার। তাদের অভিযোগ (মাথায় আঘাত) তথ্য গোপন ও যথাসময়ে যোগাযোগ করা হয়নি। তাই তো ডিফেন্ডারের মৃত্যুর এক সপ্তাহ আগে তার ভাই সামাজিক মাধ্যমে আরো লিখেছিলেন, ‘আমরা সত্য জানতে এবং ন্যায়বিচার চাই।’ তবে তাদের অভিযোগ অস্বীকার করে বেইজিং ফুটবল অ্যাসোসিয়েশন জানায়, জিয়াশুয়ানকে বাঁচাতে সর্বাত্মক চেষ্টা করেছে তারা।

LEAVE A REPLY