বুমরাহর বোলিংয়ে চমকের কিছু দেখেন না ডাকেট

কুমরাহ ও ডাকেট। ছবি : সংগৃহীত

সর্বকালের অন্যতম সেরা পেসারের তকমা জুটেছে জাসপ্রিত বুমরাহর। অনেক ব্যাটারই ভারতীয় পেসারের চ্যালেঞ্জ নিতে ভয় পান, প্রচণ্ড সমীহ করেন। সমীহ করেন বেন ডাকেটও, তবে চমকের কিছু দেখেন না বলে জানিয়েছেন ইংল্যান্ডের ব্যাটার।

বুমরাহর বিপক্ষে মুখোমুখি হওয়াতেই ভারতীয় পেসারের বোলিং দক্ষতা সম্পর্কে ভালোভাবেই অবগত বলে জানিয়েছেন ডাকেট।

মেইল স্পোর্টকে বাঁহাতি পেসার বলেছেন, ‘পাঁচ টেস্টের সিরিজে তার মুখোমুখি হয়েছি আমি। খুব ভালো করেই জানি, সে কীভাবে আমাকে বোলিং করবে। আর ভালো দিকটা হচ্ছে, তার বোলিং দক্ষতা আমার এখন জানা। এমন কিছু নেই যা আমাকে চমকে দিতে পারে।

সর্বশেষ ভারতের মাটিতে হওয়া ৫ ম্যাচের টেস্ট সিরিজে বুমরাহকে ভালোভাবেই সামলিয়েছেন ডাকেট। ভারতীয় পেসারের মুখোমুখি হয়ে ৯৪ বলে ৬৩ রান নিয়েছেন তিনি। তা থেকেই হয়তো আত্মবিশ্বাসী ডাকেট।

তবে চ্যালেঞ্জের বিষয়টি ডাকেটও মানেন।

তাতে বুমরাহর সঙ্গে মোহাম্মদ শামির নামও উচ্চারণ করেছেন তিনি। ইংল্যান্ডের ব্যাটার বলেছেন, ‘চ্যালেঞ্জিং আছে এবং লাল বলে মোহাম্মদ শামির স্কিলও বুমরাহর মতোই ভীতি জাগানিয়া। তবে শুরুর স্পেল সামলাতে পারলে মনে করি, রান করতে অসুবিধা হবে না।’

ভারতের মাঠে ৪-১ ব্যবধানের হারের বদলা নেওয়ার সুযোগ পাচ্ছে ইংল্যান্ড। আগামী জুনে ভারতকে আতিথেয়তা দেওয়ার পাঁচ টেস্টের সিরিজে তাই প্রতিপক্ষকে হারানোর ব্যাপারে আত্মবিশ্বাসী ডাকেট।

২০ জুন শুরু হতে যাওয়া সিরিজ নিয়ে ডাকেট বলেছেন, ‘ঘরের থেকে বাইরের ভারত আলাদা। তাই মনে করি, তাদের হারানো উচিত এবং আমরা তা পারব। ভালো একটা সিরিজই হবে।’

LEAVE A REPLY