পরমাণু ইস্যু : ইরানকে আলটিমেটাম ট্রাম্পের

আয়োতুল্লাহ আলি খামেনি (বাঁয়ে) ও ডোনাল্ড ট্রাম্প (ডানে)। ছবি : এএফপি

নতুন পরমাণু চুক্তির জন্য ইরানকে দুই মাসের সময়সীমা বেঁধে দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মধ্যে চুক্তি না হলে সামরিক পদক্ষেপ নিতে প্রস্তুত যুক্তরাষ্ট্র। মার্কিন সংবাদমাধ্যম এক্সিওস এ খবর জানিয়েছে।

দুটি সূত্র ও একজন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানায়, পরমাণু চুক্তি করতে ইরানকে দুই মাসের সময় বেঁধে দিয়েছেন ট্রাম্প।

তবে কবে থেকে এই সময় শুরু হবে, তা জানা যায়নি।

ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে নতুন করে উত্তেজনা শুরু হয়েছে। চলতি মাসের শুরুতে ডোনাল্ড ট্রাম্প জানান, তিনি ইরানের নেতৃত্বের কাছে দেশটির পারমাণবিক চুক্তি নিয়ে আলোচনার আগ্রহ প্রকাশ করে একটি চিঠি পাঠিয়েছেন। ওই চিঠিতে পারমাণবিক কর্মসূচি নিয়ন্ত্রণে একটি নতুন চুক্তির বিষয়ে আলোচনার আহ্বান জানানো হয়েছে।

তবে এ চিঠি প্রত্যাখান করেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়োতুল্লাহ আলি খামেনি।

চিঠি প্রত্যাখ্যান করায় খামেনিকে দুই মাসের আল্টিমেটাম দিলেন ট্রাম্প। এক্সিওস জানায়, দুই মাসের মধ্যে নতুন পারমাণবিক চুক্তি না হলে তেহরানের পারমাণবিক অবকাঠামোতে সামরিক হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। এই পদক্ষেপের লক্ষ্য ইরানকে চাপ প্রয়োগ করা এবং পারমাণবিক কার্যক্রম পুরোপুরি বন্ধ করা বলে জানিয়েছে গণমাধ্যমটি।

এদিকে ইরনা আরো জানিয়েছে, ট্রাম্পের সাম্প্রতিক হুমকি পারমাণবিক অস্ত্র উৎপাদনের পক্ষে ইরানে জনগণের মাঝে ব্যাপক সমর্থন দেখা গেছে। ইরান তার আনুষ্ঠানিক অবস্থান পুনর্ব্যক্ত করে বলেছে, তারা কখনও পারমাণবিক বোমা তৈরির উদ্যোগ নেয়নি। তবে ট্রাম্পের কঠোর মনোভাবের কারণে দেশটির কিছু কঠোরপন্থি নেতা আত্মরক্ষায় পারমাণবিক বোমা তৈরির পক্ষে অবস্থান নিচ্ছেন বলে জানায় গণমাধ্যমটি।

ইরনা আরো জানায়, এই পরিস্থিতিতে ইরানের ওপর চাপ আরো বেড়েছে। কারণ বিশ্বের বিভিন্ন দেশ, বিশেষ করে ইউরোপীয় শক্তিগুলো দেশটির পারমাণবিক কার্যক্রম নিয়ে উদ্বেগ প্রকাশ করছে।

এসবের মধ্যেই ইরান চীনের সঙ্গে আলোচনা অব্যাহত রেখেছে এবং রাশিয়ার সঙ্গে সামরিক সম্পর্ক জোরদার করার দিকে আরো এগিয়ে যাচ্ছে। ফলে আন্তর্জাতিক চাপের মধ্যেও ইরান নিজেদের শক্তিশালি অবস্থান ধরে রাখার চেষ্টা করছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। 

এদিকে আধা-সরকারি ফার্স সংবাদ সংস্থা অনুসারে, এ বিষয়ে বৃহস্পতিবার পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তেহরানের প্রতি নতুন পারমাণবিক চুক্তিতে পৌঁছানোর আহ্বান জানিয়ে লেখা চিঠিতে থাকা হুমকি এবং সুযোগ উভয়ই বিবেচনা করবে ইরান।

সূত্র : বাসস, আলঅ্যারাবিয়া

LEAVE A REPLY