সালমান খান এবং ক্যাটরিনা কাইফ ২০০৫ থেকে ২০১০ সালের মধ্যে প্রেমের সম্পর্কে ছিলেন। তবে, বিচ্ছেদ সত্ত্বেও তারা ভালো বন্ধু থাকতে বেছে নিয়েছিলেন এবং ‘ভারত’ ও ‘টাইগার’ ফ্র্যাঞ্চাইজির মতো সিনেমায়ও কাজ করেছেন।
কিন্তু ক্যাটরিনার সঙ্গে বিচ্ছেদের পর ২০১০ সালে ‘বীর’ সিনেমায় জেরিন খানকে নিজের বিপরীতে নেন সালমান। এর কারণ ছিল জেরিনের সঙ্গে ক্যাটরিনার মিল।
অনেকে বলেছেন, মূলত ক্যাটরিনাকে মিস করছেন বলেই জেরিনকে নিয়ে ‘দুধের স্বাদ ঘোলে’ মিটিয়েছেন সালমান।
সম্প্রতি পুরনো সম্পর্ক নিয়ে কথা উঠলে এক সাক্ষাৎকার ক্যাটরিনা বলেন, ‘যদি সালমান আমাকে মিস করেন এবং আমার মতো দেখতে মেয়েদের সাথে কাজ করতে চান, তাহলে সেটা খুবই দারুন বিষয় হতো। কিন্তু জেরিন তো মোটেও আমার মতো দেখতে নয়।’
সালমান খানের সঙ্গে ব্রেকআপের পরপরই ক্যাটরিনা রণবীর কাপুরের সঙ্গে ডেটিং শুরু করেন। তবে প্রায় ৬ বছর একসঙ্গে থাকার পর ২০১৬ সালে এই জুটি আলাদা হয়ে যায়। এরপর ২০২১ সালের ডিসেম্বরে ভিকি কৌশলকে বিয়ে করেন ক্যাটরিনা।