আবার সুযোগ পেলে বাংলাদেশের হয়ে সবটুকু নিংড়ে দিতে চান সোহান

সেঞ্চুরি করেও আজ ধানমন্ডিকে জেতাতে পারেননি সোহান।

ব্যাটারদের কাছে সেঞ্চুরি স্বপ্নের মতোই। তিন অঙ্ক স্পর্শ করার পর তাই ব্যাটারদের মুখে চওড়া হাসিই শোভা পায়। কিন্তু ডিপিএলে আজ সেঞ্চুরি করেও মন ভার নুরুল ইসলাম সোহানের। তার কাছে এই সেঞ্চুরির কোনো মূল্যই নেই বলে জানিয়েছেন ধানমন্ডি স্পোর্টস ক্লাবের অধিনায়ক।

আসলেই তাই। সেঞ্চুরি করার পরও যদি পরাজিত দলে থাকতে হয় তাহলে কিসের মূল্য। আজ মিরপুরে তার সঙ্গে তেমনি ঘটেছে। মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে আজ একাই লড়ে সেঞ্চুরি তুলে নেন তিনি।

কিন্তু ২১৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৯৩ রানে অলআউট হয় তার দল। এতে ২৩ রানের পরাজয় দেখে ধানমন্ডি।

দল হারলেও ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন সোহান। তবে ম্যাচ হেরে হতাশ উইকেটরক্ষক ব্যাটার বলেছেন, ‘দল না জিতলে আসলে এরকম সেঞ্চুরি আমার কাছে কোন ভ্যালু ক্যারি করে না।

এটা নিয়ে আসলে শেয়ার করার কিছু নেই। আমার কাছে তো ম্যাচটা জিততে পারলে… এই মোমেন্টটা অনেক গুরুত্বপূর্ণ হত।’

এবারের ডিপিএলে বেশ ছন্দে আছেন সোহান। ৭ ম্যাচে ৩৮৬ রান করে যৌথভাবে এনামুল হক বিজয়ের সঙ্গে দুইয়ে আছেন তিনি। তার মতোই দুই সেঞ্চুরিতে সমান ৭ ম্যাচে ৪৫৯ রানে শীর্ষে আছেন নাঈম শেখ।

দুর্দান্ত ছন্দে থাকায় জাতীয় দলের হয়ে আবার সুযোগ পেলে নিজের সবটুকু নিংড়ে দিতে চান তিনি।

তাই জাতীয় দলের হয়ে ফিরতে মরিয়া সোহান। সর্বশেষ ২০২৩ সালের ডিসেম্বরে আন্তর্জাতিক ম্যাচ খেলা ৩১ বছর বয়সী ব্যাটার বলেছেন, ‘জাতীয় দলে খেলা গর্বের। সব সময় সেরাটা দেওয়ার জন্য চেষ্টা করি। যদি সুযোগ আসে, নিজের সেরাটা দেব। যেখানে শেষ করেছি, সেখান থেকেই যাতে শুরু করতে পারি, সেই উদ্দেশ্যে কাজ করব।’

LEAVE A REPLY